পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Modern Control Room: চটজলদি জমা জলের হদিশ পেতে আধুনিক হচ্ছে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুম - Kolkata Municipal Corporation

আধুনিক হচ্ছে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুম (Kolkata Municipal Corporation Control Room) ৷ নিকাশি ব্যবস্থার খুঁটিনাটি তথ্য জানতে বেশ কিছু জায়গায় বসছে মিটারও। সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন পৌরনিগমের আধিকারিকরা ৷

KMC Modern Control Room
কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুম

By

Published : Mar 14, 2022, 5:15 PM IST

কলকাতা, 14 মার্চ: কলকাতায় কোন এলাকায় কত জল জমেছে পুঙ্খানুপুঙ্খ তথ্য আসবে কন্ট্রোল রুমে। নিকাশি ব্যবস্থার খুঁটিনাটি তথ্য জানতে বেশ কিছু জায়গায় বসেছে মিটারও।

আরও পড়ুন :Ladies Toilet : নির্বাচনী ইস্তাহার বাস্তবায়ন, কলকাতা পৌরনিগমের প্রতি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচালয়

রাজ্য সরকারের আর্থিক সহায়তায় অত্যাধুনিক সরঞ্জাম বসিয়ে নবান্নর মতো কন্ট্রোল রুম হতে চলেছে পৌরনিগমের সদর দফতরেও। বিপর্যয়ের সময় কন্ট্রোল রুমে বসে শহরের তথ্য জেনে দ্রুত সেই এলাকায় পৌঁছে যাবেন নিকাশি বিভাগের কর্মীরা। এই কন্ট্রোল রুম কেইআইআইপি তৈরি করছে। কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, 10টি এলইডি টিভি বা মনিটর লাগানো হবে। নিকাশি পাম্পিং স্টেশনে সেন্সর লাগানো হয়েছে। যার সঙ্গে সরাসরি কন্ট্রোল রুমের সার্ভারের সংযোগ থাকবে। বর্ষা হোক বা দুর্যোগের পাম্পিং স্টেশনের অবস্থা সম্পর্কে সদর দফতর সর্বদা ওয়াকিবহাল থাকবে। জলের পরিমাণ দেখা যাবে মনিটরে।

কলকাতা পৌরনিগমের আধিকারিকদের কথায়, এই গোটা বিষয়টি বাস্তবায়িত হলে মানুষের ভোগান্তি কমবে। কারণ কোথায় কী হচ্ছে মুহূর্তের মধ্যেই তা জানা যাবে। সেই তথ্য দ্রুত পেলে সেখানে কর্মী-আধিকারিকদের পাঠিয়ে ব্যবস্থা নিতে পারা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details