পশ্চিমবঙ্গ

west bengal

Bodyguard Jacket for KP: কলকাতা পুলিশের জন্য অত্যাধুনিক বডিগার্ড জ্যাকেট

অত্যাধুনিক বডিগার্ড জ্যাকেট(Bodyguard Jacket) পড়ে এবার শহরে আইন শৃঙ্খলা সামলাবেন কর্তব্যরত পুলিশকর্মীরা (Kolkata Police)৷

By

Published : Jun 25, 2022, 10:33 PM IST

Published : Jun 25, 2022, 10:33 PM IST

Modern Bodyguard Jacket for Kolkata Police
Bodyguard Jacket for KP

কলকাতা, 25 জুন:মিটিং-মিছিল কলকাতা শহরে নিত্যদিন ঘটনা ৷ আইনশৃঙ্খলা অবনতি হওয়ার ঘটনা প্রায় দেখা যায়। মিটিং-মিছিল থেকে বিক্ষোভ সামালতে গিয়ে অনেক পুলিশকর্মীই আহত হন । পাশাপাশি বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে অনেক পুলিশকর্মী কমবেশি চোট পেয়ে থাকেন (Kolkata Police)।

এবার শহরে কোনওরকমের বড়সড় আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার ঘটনা বা মিটিং-মিছিল থেকে শুরু করে জামায়েত এবং বিক্ষোভ প্রদর্শনের মত ঘটনায় পুলিশকর্মীদের গায়ে থাকবে অত্যাধুনিক মানের বডিগার্ড জ্যাকেট (Modern Bodyguard Jacket for Kolkata Police)। লালবাজার সূত্রের খবর, এই নতুন বডিগার্ড জ্যাকেটে কলকাতা পুলিশের লোগো থাকবে আনুমানিক 5 ইঞ্চির । এই জ্যাকেট হল মোটা এবং ভিতরের দিকে স্পঞ্জ দেওয়া ।

পুলিশকর্মীদের ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করলে জ্যাকেট অনেকটাই সংশ্লিষ্ট পুলিশকর্মীর দেহকে রক্ষা করতে পারবে । অন্যান্য জ্যাকেটের থেকে এই বিশেষ জ্যাকেট অনেকটা হালকা । সংশ্লিষ্ট জ্যাকেটে আগ্নেয়াস্ত্র এবং লাঠি রাখার জায়গা রয়েছে । এই জ্যাকেটের ওজন হবে আনুমানিক 3 কেজির মত । ফলে জ্যাকেট পরিহিত অবস্থায় দৌড়ঝাঁপ করতে পারবেন পুলিশকর্মীরা । তাছাড়াও জ্যাকেটে একাধিক পকেট থাকবে ।

আরও পড়ুন :Stress Management : নিউইয়র্ক-আফগানিস্তান পুলিশের প্রশিক্ষকের ওষুধে অবসাদ মুক্তির পথ খুঁজছে লালবাজার

এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই বিশেষ বডিগার্ড জ্যাকেটের ফলে আমাদের পুলিশকর্মীরা বিক্ষোভ অবস্থান কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন নিজেদের শরীরকেও নিরাপদে রাখতে পারবেন ।"

ABOUT THE AUTHOR

...view details