পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Model Mysterious Death : বান্ধবীকে ‘লাভ ইউ বউ’ ! সমকামিতাই কি বিদিশার মৃত্যুর কারণ ? - Model Bidisha De Majumdar photo with her friend raises questions

গত বৃহস্পতিবার নাগেরবাজারের একটি ফ্ল্যাট থেকে মডেল বিদিশা দে মজুমদারের মৃতদেহ উদ্ধার হয় (Kolkata Model Mysterious Death) ৷ তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা ৷ তার সঙ্গে তাঁর সম্পর্কেও একাধিক প্রশ্ন তৈরি হয়েছে ৷ তিনি সমকামী ছিলেন ? নাকি উভকামী ছিলেন ? উত্তর খুঁজছে পুলিশও (Model Bidisha De Majumdar photo with her friend raises questions) ৷

Model Bidisha De Majumdar photo with her friend raises questions
Model Mysterious Death : বান্ধবীকে ‘লাভ ইউ বউ’ ! সমকামিতাই কি বিদিশার মৃত্যু রহস্যের কারণ ?

By

Published : May 28, 2022, 7:29 PM IST

Updated : May 28, 2022, 10:24 PM IST

কলকাতা, 28 মে : মডেলের মৃত্যুরহস্য ৷ সেই রহস্যের জট এখনও খুলতে পারেনি পুলিশ ৷ তদন্ত চলছে বিভিন্ন সম্ভাবনাকে মাথায় রেখে ৷ ঠিক এই পরিস্থিতিতে অস্বাভাবিক ভাবে মৃত মডেল বিদিশা দে মজুমদারের সোশ্যাল মিডিয়ায় করা কিছু পোস্ট ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে (Bidisha De Majumdar Social Media Post Controversy) ৷

বৃহস্পতিবার নাগেরবাজারের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিদিশার মৃতদেহ (Kolkata Model Mysterious Death) ৷ তার পরই তাঁর বান্ধবীরা কাঠগড়ায় তোলেন অনুভব নামে এক যুবককে ৷ তাঁকে ইতিমধ্যে দমদম থানায় ডেকে জেরাও করেছেন তদন্তকারীরা ৷ কিন্তু বিদিশার সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি রয়েছে ৷ তার মধ্যে একটিতে তো আবার লেখা, ‘লাভ ইউ বউ ৷’

বিদিশার সেই ফেসবুক পোস্ট

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে বিদিশা কি তাহলে সমকামী ছিলেন (Model Bidisha De Majumdar photo with her friend raises questions) ? যদিও অনুভব-বিদিশার সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত যা সামনে এসেছে, তাতে এই প্রশ্নের উত্তর সহজে তো মিলছে না ৷ বরং আরও জটিল হয়ে যাচ্ছে ৷ বিদিশার মৃত্যুর পর এক বান্ধবীর সঙ্গে অনুভবের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সেখানে অনুভবকে বিদিশার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করতে দেখা গিয়েছে ৷ কিন্তু দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল ৷

পুলিশ এই নিয়ে যথারীতি মুখে কুলুপ এঁটেছে ৷ তবে তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে অনুভবকে জেরা করে ও প্রাথমিক তদন্তে এই তথ্যগুলি পুলিশের হাতেও এসেছে ৷ তাই প্রশ্ন উঠছে যে তাহলে কি বিদিশা উভকামী ছিলেন ? একদিকে পুরুষ-সঙ্গী, অন্যদিকে বান্ধবী, দুই টানাপোড়েনের জেরেই কি আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন এই উঠতি মডেল ? আপাতত এই প্রশ্নের উত্তরই খুুঁজছে পুলিশ ৷

বান্ধবীর সঙ্গে বিদিশা

দুই সঙ্গীর মধ্যে বিদিশার সম্পর্কের টানাপোড়েন কেন ছিল বলে মনে করছে পুলিশ ৷ তদন্তকারীদের সূত্রে খবর, যে মেয়েটির সঙ্গে বিদিশা একাধিক ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, তিনি অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ স্টেটাসে সেই ছেলেটির নামও উল্লেখ রয়েছে ৷ ফলে পুলিশ জানতে চাইছে যে বান্ধবীর এই রিলেশনশিপ নিয়ে বিদিশার সঙ্গে কোনও সমস্যা হয়েছিল কি না !

বান্ধবীর সঙ্গে বিদিশা

যদিও মনোবিদদের কেউ বলছেন, অনেক সময় মজা করেই অনেক মেয়ে বান্ধবীকে বউ বলে সম্বোধন করেন ৷ বিদিশার ক্ষেত্রে তেমনটাও হয়ে থাকতে পারে ৷ তদন্তকারীরা এই দিকটিও ফেলে দিতে পারছেন না ৷ তাই শেষ পর্যন্ত বিদিশার মৃত্যুরহস্যের পিছনে ঠিক কী কারণ রয়েছে, তার উত্তরের অপেক্ষায় থাকতেই হবে ৷

আরও পড়ুন :Bidisha Death mystery : সম্পর্কের টানাপোড়েন না অবসাদ ? সদাহাস্যময় মেয়ের মৃত্যুতে হতবাক পরিবার-পরিজন

Last Updated : May 28, 2022, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details