কলকাতা, 5 জুলাই : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বাড়ির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার জেরে বড় সিদ্ধান্ত প্রশাসন ৷ নবান্ন ও মুখ্যমন্ত্রীর বাড়িতে মোবাইল নিয়ে প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা (Mobile Use Ban at Nabanna and Mamata Banerjee House) ৷ মঙ্গলবার এই নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷
প্রশাসন সূত্র খবর, নবান্নে এখন থেকে মোবাইল নিয়ে সাধারণের প্রবেশ নিষেধ করা হল ৷ নিরাপত্তারক্ষীরাও মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না ৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ও কার্যালয়ে নিরাপত্তারক্ষীরা মোবাইল ব্যবহার করতে পারবেন না ৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বৃদ্ধিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি বসিরহাটের বাসিন্দা হাফিজুল মোল্লা রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল ডিঙিয়ে ভিতরে ঢুকে পড়েছিলেন ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ আপাতত তিনি পুলিশি হেফাজতে রয়েছেন ৷ কেন তিনি রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেছিলেন, তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ ৷ তবে পরিবারের তরফে হাফিজুলকে মানসিক ভারসাম্যহীন হিসেবে জানানো হয়েছে ৷
কিন্তু এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে একজন রাতের অন্ধকারে সকলের নজর এড়িয়ে ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রীর বাড়িতে, তা নিয়েই উঠছে প্রশ্ন ৷ সেই কারণে সোমবার এই নিয়ে পুলিশ-প্রশাসনে উচ্চপর্যায়ে বৈঠক হয়েছে ৷ সূত্রের খবর, তার পরই নবান্ন ও মুখ্যমন্ত্রীর বাড়িতে মোবাইলে নিষেধাজ্ঞা জারি করা হল ৷
আরও পড়ুন :Nabanna security tightened: মুখ্যমন্ত্রীর বাসভবনের পর এবার নবান্নের নিরাপত্তায় কড়াকড়ি