কলকাতা, 31 মে : লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে লাগাতার দলবদলকে অস্ত্র করেছিল বিজেপি ৷ এ বার সেই অস্ত্রেই বিজেপিকে মাত দেওয়ার পরিকল্পনা ঘাসফুল শিবিরের ৷ যদিও, গতকালই শ্যামনগরের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে বিজেপি ছাড়ার জন্য বহু নেতা এবং বিধায়ক রাজ্যের শাসকদলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন ৷ শুধুমাত্র তৃণমূল নীতি ও আদর্শের রাজনীতি করে বলে, এখনও বিজেপির সমস্ত নেতাদের জন্য দরজা খুলে রাখা হয়নি ৷ তিনি দাবি করেন, তৃণমূল দরজা খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে ৷
শুধু কথার কথা নয়, ইতিমধ্যেই শিবির বদলের রাজনীতির জেরে এই মুহূর্তে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা 70-এ নেমে এসেছে ৷ আর অর্জুন সিং তৃণমূলে ফেরার পর, তাঁর পুত্রও তৃণমূল শিবিরে নাম লেখাতে পারেন ৷ সে ক্ষেত্রে বিধায়ক সংখ্যা কমে হতে পারে 69 ৷ প্রসঙ্গত, অর্জুন শিবির বদলানোর পর থেকেই গেরুয়া শিবিরে দলবদল নিয়ে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে (MLAs Exodus is Big Worry for BJP Before Rajya Sabha Election) ৷ ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ গেরুয়া শিবিরের তরফে ভাঙন রুখতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে ৷ কিন্তু, এরপরেও কি বিজেপির অন্দরে ভাঙন সম্ভব ? সেই প্রশ্নই আরও বেশি করে মাথাচাড়া দিচ্ছে ৷
তৃণমূল সূত্রে খবর, এই মুহূর্তে বিজেপির একাধিক নেতা, বিধায়ক এবং সাংসদ শাসকদলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷ মূলত তাঁরা তৃণমূল শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন ৷ বিজেপির আভ্যন্তরীণ বিভাজন এতটাই প্রকট যে, বিজেপি বিধায়কদের একটা বড় অংশ নেতৃত্বের উপর ক্ষিপ্ত ৷ পরিস্থিতি এমনই যে, পদ্মশিবিরের 18-22 জন বিধায়ক দলত্যাগ করতে মুখিয়ে রয়েছেন ৷ আর এখান থেকেই গেরুয়া শিবিরের সমস্যার শুরু বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
চলতি বছরে এ রাজ্য থেকে কোনও রাজ্যসভার আসন খালি হচ্ছে না ৷ কিন্তু, আগামী বছর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 5টি আসন খালি হচ্ছে ৷ আর এরকম চলতে থাকলে আগামী দিনে এই 5 আসনের একটিও বিজেপির পক্ষে জেতা কঠিন হবে ৷ এখনও পর্যন্ত যে সাধারণ হিসেব রয়েছে, তাতে বাংলা থেকে আগামী বছর একজন সাংসদ রাজ্যসভায় পাঠানোর ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয় বিজেপির ৷ কারণ, বিধানসভায় খাতায়-কলমে এখনও কোনও বিধায়ক বিজেপি ত্যাগ করেননি ৷
আরও পড়ুন : Abhishek Banerjee : 'সঠিক জায়গা ঢিল মেরেছি, তাই ওনার গায়ে লাগছে', রাজ্যপালকে পাল্টা দিলেন অভিষেক