কলকাতা, 15 অক্টোবর: বিপর্যয় নিয়ে এবার কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডকে (কেএমআরসিএল) হুঁশিয়ারি চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের (Bowbazar Metro Work Crisis)। বউবাজার এলাকায় মাটির নিচে মেট্রো চলা শুরু হলে মাটির উপর কোনও বিপদ বা সমস্যা হবে না, এমন প্রতিশ্রুতি কেএমআরসিএলকে লিখিত ভাবে দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি ৷
শনিবার কেএমআরসিএল আধিকারিকদের সঙ্গে পৌরনিগমের বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন চৌরঙ্গীর এই বিধায়ক । এছাড়াও উপস্থিত ছিলেন বউবাজার এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে। বৈঠকে নেতৃত্ব দেন পৌর কমিশনার বিনোদ কুমার ।
আরও পড়ুন: বউবাজারে ফাটল নিয়ে মেট্রোকেই দুষছেন এলাকাবাসী থেকে ব্যবসায়ীরা
এদিন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা আর কত দিন এমন ছুটে বেড়াব ? মাটির নিচে কী হচ্ছে আমরা কেউ জানি না। এই নিয়ে তিনবার বিপর্যয়ের মুখে পড়লেন বউবাজার বাসিন্দারা । ভিটে ছাড়া হয়েছেন অনেকে । তাঁদের এই ব্যথা বুঝতে চাইছে না মেট্রো । 1 লক্ষ বা 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে কতদিন চলবে ৷ এই সমস্যার স্থায়ী সমাধান কবে মিলবে বলতে পারছে না কেএমআরসিএল । তাই পরিষেবা শুরু হলে যাতে মাটির উপর কোনও বিপদ না হয়, তা লিখিত ভাবে দিতে হবে কেএমআরসিএলকে। বহুবার তাঁরা বিশ্বাস ভঙ্গ করেছেন । আমাদের মানুষের কাছে জবাব দিতে হয় ।’’
তবে এই প্রসঙ্গেই এ কেএমআরসিএলর জিএম(এডমিনিষ্ট্র্শন ও এইচ আর) একে নন্দী জানান, মেয়রের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ হবে ৷