কলকাতা, 4 জুলাই: সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে দেখা করবেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)৷ আজ সকালেই রাজ্যে এসে পৌঁছেছেন তিনি । তাঁর রাজ্যে আসার কথা ছিল আগামিকাল অর্থাৎ মঙ্গলবার । তবে তিনি ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন ৷ রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে রয়েছেন মিঠুন ।
সূত্রের খবর, আজ সারা দিনে তাঁর বিশেষ উল্লেখযোগ্য কোনও কর্মসূচি নেই ৷ তবে বিকেলে মুরলীধর সেন স্ট্রিটে বিজেপি প্রদেশ কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এবং বাকি নেতাদের সঙ্গে দেখা করবেন মিঠুন চক্রবর্তী । এছাড়া বিজেপির বাকি কর্মী সমর্থকদের সঙ্গেও দেখা করবেন তিনি ।