কলকাতা, 4 জুলাই: ঝুলিতে তিন-তিনটে জাতীয় পুরস্কার ৷ মৃণাল সেন, শক্তি সামন্ত, অঞ্জন চৌধুরী, ঋতুপর্ণ ঘোষদের মতো স্বনামধন্য বাঙালি পরিচালকদের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন বর্ণময় কেরিয়ারে ৷ কিন্তু জাতীয় পুরস্কারজয়ী আরেক বাঙালি পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি তাঁর ৷ সোমের সকালে তরুণ মজুমদারের মৃত্যুর খবর কানে পৌঁছতে সেই আক্ষেপ যেন আরও একটু গাঢ় হল মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty reaction on Tarun Majumdar demise) ৷ প্রতিক্রিয়ায় 'মহাগুরু' বললেন, 'তরুণ মজুমদার নিঃসন্দেহে বাঙালি চলচ্চিত্র পরিচালকদের এক অবিসংবাদী নেতা ৷'
কাকতালীয়ভাবে সোমবার সকালেই শহরে এসেছেন মিঠুন ৷ উপলক্ষ্য সম্পূর্ণ রাজনৈতিক কারণ হলেও শহরে এসেই মন খারাপ করা খবর শুনতে হল 'ডিস্কো ডান্সার'-কে ৷ স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া থেকে কীভাবে দূরে থাকা যায় ৷ ইটিভি ভারতকে তাই মহাগুরু বললেন, "তরুণ দা-র মতো পরিচালকের সঙ্গে যাঁরা কাজ করেছে তাঁরা ভাগ্যবান। আমার সেই সৌভাগ্য হয়নি। বালিকা বধূ আমি আঠারো বার দেখেছি। আমার কাছে এটা একটা গ্রেট মিস। তরুণ দা-র চলে যাওয়া আমাদের জন্য বিরাট ক্ষতি। যা দিয়ে গিয়েছেন তা নিয়েই আমরা অনেকদিন বাঁচব।"