পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tarun Majumdar Demise: 'অবিসংবাদী পরিচালক', একসঙ্গে কাজ করতে না-পারার আক্ষেপ ঝরে পড়ল মিঠুনের গলায় - একসঙ্গে কাজ করতে না পারার আক্ষেপ ঝরে পড়ল মিঠুনের গলায়

মৃণাল সেন, শক্তি সামন্ত, অঞ্জন চৌধুরী, ঋতুপর্ণ ঘোষদের মতো স্বনামধন্য বাঙালি পরিচালকদের সঙ্গে চুটিয়ে কাজ করলেও তরুণ মজুমদারের পরিচালনায় কাজের সুযোগ হয়নি মিঠুন চক্রবর্তীর ৷ সোমের সকালে পরিচালকের মৃত্যুর খবর কানে পৌঁছতেই সেই আক্ষেপ যেন আরও একটু গাঢ় হল মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty reaction on Tarun Majumdar demise) ৷

Tarun Majumdar Demise
একসঙ্গে কাজ করতে না-পারার আক্ষেপ ঝরে পড়ল মিঠুনের গলায়

By

Published : Jul 4, 2022, 4:12 PM IST

Updated : Jul 4, 2022, 4:40 PM IST

কলকাতা, 4 জুলাই: ঝুলিতে তিন-তিনটে জাতীয় পুরস্কার ৷ মৃণাল সেন, শক্তি সামন্ত, অঞ্জন চৌধুরী, ঋতুপর্ণ ঘোষদের মতো স্বনামধন্য বাঙালি পরিচালকদের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন বর্ণময় কেরিয়ারে ৷ কিন্তু জাতীয় পুরস্কারজয়ী আরেক বাঙালি পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি তাঁর ৷ সোমের সকালে তরুণ মজুমদারের মৃত্যুর খবর কানে পৌঁছতে সেই আক্ষেপ যেন আরও একটু গাঢ় হল মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty reaction on Tarun Majumdar demise) ৷ প্রতিক্রিয়ায় 'মহাগুরু' বললেন, 'তরুণ মজুমদার নিঃসন্দেহে বাঙালি চলচ্চিত্র পরিচালকদের এক অবিসংবাদী নেতা ৷'

কাকতালীয়ভাবে সোমবার সকালেই শহরে এসেছেন মিঠুন ৷ উপলক্ষ্য সম্পূর্ণ রাজনৈতিক কারণ হলেও শহরে এসেই মন খারাপ করা খবর শুনতে হল 'ডিস্কো ডান্সার'-কে ৷ স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া থেকে কীভাবে দূরে থাকা যায় ৷ ইটিভি ভারতকে তাই মহাগুরু বললেন, "তরুণ দা-র মতো পরিচালকের সঙ্গে যাঁরা কাজ করেছে তাঁরা ভাগ্যবান। আমার সেই সৌভাগ্য হয়নি। বালিকা বধূ আমি আঠারো বার দেখেছি। আমার কাছে এটা একটা গ্রেট মিস। তরুণ দা-র চলে যাওয়া আমাদের জন্য বিরাট ক্ষতি। যা দিয়ে গিয়েছেন তা নিয়েই আমরা অনেকদিন বাঁচব।"

তরুণ মজুমদারের মৃত্যুতে মিঠুন চক্রবর্তীর প্রতিক্রিয়া

আরও পড়ুন :ইউ আর দ্য মাস্টার, তরুণ মজুমদারের স্মৃতিচারণায় আবেগী ঋতুপর্ণা

তরুণ মজুমদারের মতো পরিচালক আর হবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন মিঠুন ৷ প্রসঙ্গত, দীর্ঘ রোগভোগের পর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চারবারের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক তরুণ মজুমদার ৷ বয়স হয়েছিল 91 বছর ৷ দীর্ঘ দু'দশকেরও বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ সাম্প্রতিক সময়ে বয়সজনিত আরও নানা সমস্যা ৷ 21 জুন থেকে এসএসকেএমে জীবনযুদ্ধের লড়াই চলছিল তাঁর ৷ সোমবার সকালে সেই লড়াই-ই থেমে গেল ৷

Last Updated : Jul 4, 2022, 4:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details