পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mithun Chakraborty: এত টাকা একসঙ্গে কখনও দেখিনি, পার্থর ‘অর্থের পাহাড়’ নিয়ে কটাক্ষ মিঠুনের

কলকাতায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ শনিবার বিজেপির (BJP) হেস্টিংস অফিসে সাংবাদিক বৈঠকও করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar) ৷

Mithun Chakraborty astonished to see wealth amassed by Partha Chatterjee
Mithun Chakraborty: এত টাকা একসঙ্গে কখনও দেখিনি, পার্থর অর্থের পাহাড় নিয়ে কটাক্ষ মিঠুনের

By

Published : Sep 24, 2022, 3:56 PM IST

Updated : Sep 24, 2022, 7:36 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর : এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা ৷ যা নিয়ে শনিবার কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ তাঁর কথায়, এত টাকা একসঙ্গে কখনও তিনি দেখেননি ৷ এমনকী রোজগারও করতে পারেননি ৷

একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কোনও ব্যক্তিকে আক্রমণের পক্ষপাতি নন ৷ তিনি নীতির রাজনীতি করেন ৷ এর আগেও কখনও কোনও ব্যক্তিকে তিনি আক্রমণ করেননি ৷ তবে বাংলা থেকে এত টাকা উদ্ধার হতে দেখে তাঁর কী মনে হয়, সেই ব্যাখ্যাই শুধু দিয়েছেন পর্দার মহাগুরু ৷

তাঁর কথায়, ‘‘টাকা পাওয়া গেল, না পাওয়া গেল, তার জবাব তাঁরা দেবেন ৷ আমি হতাশ, আমি এত টাকা কামাতে পারলাম না ৷’’ এর পর অবশ্য তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি সৎপথেই রোজগার করতে চান ৷ এভাবে টাকা উপার্জনে তাঁর কোনও আগ্রহ নেই ৷

তবে বাংলার বাইরে এই টাকা উদ্ধার নিয়ে কী আলোচনা হচ্ছে, সেই নিয়ে মিঠুনের বক্তব্য, এখন কারও টাকার প্রয়োজন হলে মজা করে তাঁকেই সবাই বলেন বাংলায় অনেক টাকা আছে তো !

হেস্টিংসে বিজেপির সাংবাদিক বৈঠকে মিঠুন চক্রবর্তী

প্রসঙ্গত, গতকাল, শুক্রবার কলকাতায় আসেন মিঠুন ৷ দলের কর্মসূচিতেই তিনি এবার কলকাতায় এসেছেন ৷ শনিবার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে যান ৷ সেখানে বিজেপির প্রাকপুজো সম্মেলনে অংশ নেন ৷ সাংগঠনিক বৈঠকেও উপস্থিত ছিলেন৷ পরে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ সেখানেই টাকার পাহাড় নিয়ে এই মন্তব্য করেন মিঠুন ৷

পাশাপাশি মহালয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে মিঠুনের বক্তব্য, মহালয়ার আগেই পুজো উদ্বোধন একটা ব্যতিক্রমী ঘটনা । অন্যদিকে এদিন আবার তিনি বলেন, "তৃণমূলের 21 জন বিধায়ক আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন ।"

পার্থর ‘অর্থের পাহাড়’ নিয়ে কটাক্ষ মিঠুনের

এদিকে সুকান্ত মজুমদার বলেন, "এবার এই সরকারের বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে । তৃণমূলের (Trinamool Congress) নেতারা রাস্তায় বেরোলেই তাঁদের চোর চোর শুনতে হচ্ছে ।"

আরও পড়ুন :অকৃতজ্ঞ-সুবিধাবাদী মিঠুনকে বাংলার মানুষ মানবে না, মহাগুরু কলকাতায় আসতেই কটাক্ষ কুণালের

Last Updated : Sep 24, 2022, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details