পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লেকটাউনে মমতার কাট আউট ছিঁড়ল দুষ্কৃতীরা - মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট ছিঁড়ল দুষ্কৃতীরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট ছেঁড়া নিয়ে উত্তেজনা লেকটাউনে ৷ CCTV ফুটেজে দেখা গেল দুষ্কৃতীদের ৷ লেকটাউন থানায় লিখিত অভিযোগ করেছেন বিদায়ি কাউন্সিলর মানসরঞ্জন রায় ৷

miscreants tore cutout of Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট

By

Published : Jul 10, 2020, 1:00 AM IST

কলকাতা, 9 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়া নিয়ে উত্তেজনা দক্ষিণ দমদম পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে ৷ লেকটাউনে তৃণমূল কার্যালয়ের সামনে ওই কাট আউট ছিল । ঘটনায় লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদায়ি কাউন্সিলর মানসরঞ্জন রায় । অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ ৷

বৃহস্পতিবার দুপুরে পার্টি অফিসে এসে মানসবাবু দেখেন তৃণমূল সুপ্রিমোর কাট আউট মাঝখান থেকে ছেঁড়া । CCTV ফুটেজে দেখেন রাত সাড়ে 12টা নাগাদ দুই দুষ্কৃতী এসে পার্টি অফিসের সামনে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট ব্লেড দিয়ে কেটে দেয় । সেই সময় এক দলীয় কর্মী অরূপ দে অফিসেই ঘুমোচ্ছিলেন । তিনি প্রতিবাদ করেন । তাঁকে প্রাণে মারার হুমকি দেয় দুষ্কৃতীরা । অরূপবাবুই মানসবাবুকে রাতের ঘটনা জানান ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট ছেঁড়া নিয়ে উত্তেজনা লেকটাউনে ৷

মানসরঞ্জন রায় বলেন, "বিরোধীরা এই ঘটনার সঙ্গে জড়িত । BJP আশ্রিত দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়ে থাকতে পারে ।"

স্থানীয় BJP নেতা পীযূষ কানোরিয়া বলেন, "ওই অঞ্চলে বিরোধী কে? সেটা আগে ঠিক করুন মানসবাবু। ওঁর সঙ্গে স্থানীয় বিধায়ক সুজিত বসুর ঝামেলা রয়েছে । সুজিত বসুর অনুগামীরা ওঁকে আগেও আক্রমণ করেছে । পুলিশ তদন্ত করলেই আসল তথ্য বেরিয়ে আসবে। "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details