কলকাতা, 9 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়া নিয়ে উত্তেজনা দক্ষিণ দমদম পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে ৷ লেকটাউনে তৃণমূল কার্যালয়ের সামনে ওই কাট আউট ছিল । ঘটনায় লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদায়ি কাউন্সিলর মানসরঞ্জন রায় । অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ ৷
বৃহস্পতিবার দুপুরে পার্টি অফিসে এসে মানসবাবু দেখেন তৃণমূল সুপ্রিমোর কাট আউট মাঝখান থেকে ছেঁড়া । CCTV ফুটেজে দেখেন রাত সাড়ে 12টা নাগাদ দুই দুষ্কৃতী এসে পার্টি অফিসের সামনে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট ব্লেড দিয়ে কেটে দেয় । সেই সময় এক দলীয় কর্মী অরূপ দে অফিসেই ঘুমোচ্ছিলেন । তিনি প্রতিবাদ করেন । তাঁকে প্রাণে মারার হুমকি দেয় দুষ্কৃতীরা । অরূপবাবুই মানসবাবুকে রাতের ঘটনা জানান ।