কলকাতা, 8 মে:বাইক আরোহীকে মারধরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় প্রতিবাদী ট্যাক্সিচালককে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠল একদল অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে (Miscreants thrashes Taxi driver)। কিল, চড়, ঘুষিতে গুরুতর জখম হন ওই ট্যাক্সিচালক ৷ তবে স্থানীয়রা ঘটনাস্থলে চলে আসায় তিনি কোনও মতে রেহাই পেয়েছেন ৷
রাতের শহরে দুষ্কৃতী তাণ্ডব (Kolkata crime news)। অন্যায়ের প্রতিবাদ করায় ট্যাক্সিচালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল 5 থেকে 6 জন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে । শনিবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে কড়েয়া থানার পার্ক সার্কাস এলাকায় । অভিযোগ, রাত আড়াইটে নাগাদ পার্ক সার্কাসে গাড়ি পার্কিং-এর সময় ট্যাক্সিচালক দেখেন, সামনেই 5 থেকে 6 জন অজ্ঞাতপরিচয় যুবক এক বাইক চালককে মারধর করছে । তখন ওই ট্যাক্সিচালক ওই অজ্ঞাত পরিচয় যুবকদের থামিয়ে মারধরের কারণ জিজ্ঞাসা করলে অভিযুক্তরা তাঁর উপর চড়াও হয় । এরপর তাঁকে রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ । ওই ট্যাক্সিচালক চিৎকার করলে ঘটনাস্থলে জড়ো হয়ে যান এলাকার লোকজন । সে সময়ে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালায় ।