কলকাতা, 31 অক্টোবর : সংশোধনাগারের পাঁচিল টপকে ভিতরে এসে পড়ল প্রায় 3 কেজি গাঁজার ব্যাগ ৷ রবিবার সকালে বেলভেডিয়া রোডের ওপার থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারের (Presidency Correctional Home) ভিতরে গাঁজা ফেলে পালাল অভিযুক্তরা । এই ঘটনার পর জেলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে কারা দফতর ৷
এদিন যখন গাঁজা সমেত ব্যাগটি পাঁচিল টপকে ভিতরে এসে পড়ে তখন সংশোধনাগারের ভিতর কারারক্ষীদের টহল চলছিল ৷ অনুমান, বন্দিদের উদ্দেশ্য এই গাঁজা পাঠানো হয়েছে ৷ এদিন গাঁজার ব্যাগটি উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় জেলের তরফে । প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, "ঘটনার পর জেলের সন্দেহজনক বন্দিদের আলাদা করে দেওয়া হয়েছে । তিনজনের উপর জেলের বিশেষ সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।"