পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মেডিকেলে কলেজে PPE পরে কোরোনা রোগীর গয়না ছিনতাই

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা রোগীর সোনার হার ও আংটি ছিনতাইয়ের অভিযোগ উঠল । তারা PPE পরে এসেছিল বলে জানা গেছে ।

snaching jewelry of covid patient
মেডিকেলে কলেজে

By

Published : Jul 31, 2020, 3:28 AM IST

Updated : Jul 31, 2020, 6:19 AM IST

কলকাতা, 30 জুলাই: কোরোনা রোগীর হার ও আংটি ছিনতাইয়ের অভিযোগ উঠল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । অভিযোগের ভিত্তিতে বউবাজার থানায় বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । তদন্তে নেমে ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ ।

ঘটনাটি ঘটে কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে ৷ সেখানে 772 নম্বর বেডে দিন কয়েক আগেই ভরতি হন বসিরহাটের 48 বছর বয়সি এক মহিলা । আজ দুপুরে তিনি যখন ওয়ার্ড লাগোয়া করিডর দিয়ে হাঁটছিলেন, সেই সময় PPE পরা দু'জন তাঁর গলার সোনার হার ও আংটি ছিনতাই করে পালায় । বিষয়টি দেখতে পান হাসপাতালের এক নার্স । তিনি ছিনতাইকারীদের তাড়া করেন ৷ কিন্তু, তারা পালিয়ে যায় । নার্স PPE পরা ছিলেন । ফলে চিৎকার করলেও তা কেউ শুনতে পাননি ।

এরপর ওই নার্স বিষয়টি হাসপাতালের সুপারকে জানান। লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলাও । হাসপাতাল সুপার পুরো বিষয়টি জানান বউবাজার থানায় ।

তদন্তে নেমে CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ । তার ভিত্তিতেই হাসপাতালের চুক্তিভিত্তিক দুই কর্মীকে আটক করা হয় । তাদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনের নাম সামনে আসে । পুলিশ তাকেও আটক করেছে ।

Last Updated : Jul 31, 2020, 6:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details