কলকাতা, 30 জুলাই: কোরোনা রোগীর হার ও আংটি ছিনতাইয়ের অভিযোগ উঠল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । অভিযোগের ভিত্তিতে বউবাজার থানায় বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । তদন্তে নেমে ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ ।
ঘটনাটি ঘটে কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে ৷ সেখানে 772 নম্বর বেডে দিন কয়েক আগেই ভরতি হন বসিরহাটের 48 বছর বয়সি এক মহিলা । আজ দুপুরে তিনি যখন ওয়ার্ড লাগোয়া করিডর দিয়ে হাঁটছিলেন, সেই সময় PPE পরা দু'জন তাঁর গলার সোনার হার ও আংটি ছিনতাই করে পালায় । বিষয়টি দেখতে পান হাসপাতালের এক নার্স । তিনি ছিনতাইকারীদের তাড়া করেন ৷ কিন্তু, তারা পালিয়ে যায় । নার্স PPE পরা ছিলেন । ফলে চিৎকার করলেও তা কেউ শুনতে পাননি ।