কলকাতা, 15 মার্চ : কলকাতা পৌরনিগমের অধীনে থাকা ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডটি ইতিহাসের সাক্ষ্য বহন করে। এই ওয়ার্ডেই রয়েছে গড়পার রোড৷ যা সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরি ও সত্যজিৎ রায়ের স্মৃতিধন্য। এককালে এই ঠিকানা থেকেই প্রকাশিত হত সন্দেশ পত্রিকা। রামমোহন রায়ের বাড়ির কিছুটা অংশও এই ওয়ার্ডে। অন্যদিকে এখানেই রয়েছে শহরের হোমিওপ্যাথিক হাসপাতালটি। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বাস করেন এই ওয়ার্ডে। ৫৫ শতাংশ মুসলিম ভোটার রয়েছেন ২৮ নম্বর ওয়ার্ডে। বাকি ভোটার হিন্দু।
২৮ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে বিবেকানন্দ রোড ৷ পূর্বদিকে আচার্য প্রফুল্ল চন্দ্র রোড। উত্তর দিকেই রয়েছে গ্যাস স্ট্রিট ও রাজাবাজার। অপর প্রান্তে ওয়েস্ট ক্যানেল রোড। রাজা দিনেন্দ্র স্ট্রিটসহ একাধিক বনেদি পাড়াও আবার এই ওয়ার্ডের অন্তর্গত। সংখ্যালঘু ভোটার বেশি থাকায় স্পর্শকাতর বলে চিহ্নিত ওয়ার্ডটি। অতীতেও দেখা গেছে রাজাবাজার চত্বরকে ঘিরে শাসকের তৎপরতা। চলতি বছরে প্রায় ১৫০০ নতুন ভোটার সংযোজিত হয়েছেন ভোটার তালিকায়।
স্থানীয়রা জানাচ্ছেন, নাগরিক পরিষেবায় অতীতের থেকে অনেকটাই এগিয়েছে রাজাবাজার ও সংলগ্ন এলাকা। খোঁজ নিতে গিয়ে দেখা গেল, কেউ কেউ অন্য কথাও বলছেন ৷ অনেকের মতে, পিছিয়ে পড়েছে ওয়ার্ড। নিকাশি, পানীয় জল, পরিচ্ছন্নতায় পিছিয়ে বনেদি পাড়াগুলি।