পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সল্টলেকে পুজো মণ্ডপে আগুন কীভাবে, তদন্তের নির্দেশ মন্ত্রীর

আজ সকালে আগুন লাগে সল্টলেকের FD ব্লকের পুজো মণ্ডপে ৷ সাধারণভাবে আগুন লাগেনি বলে মনে করছেন অন্যতম পুজো উদ্যোক্তা তথা তৃণমূল নেতা বাণীব্রত বন্দ্যোপাধ্যায় ৷ এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে বলে মনে করেন তিনি ৷ তদন্তের নির্দেশ দেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷

forensic investigation in FD block mandap fire incident
forensic investigation in FD block mandap fire incident

By

Published : Oct 28, 2020, 6:30 PM IST

বিধাননগর, 28 অক্টোবর : সল্টলেকের FD ব্লকের পুজো মণ্ডপে আগুন লাগার ঘটনায় ফরেনসিক তদন্তের নির্দেশ দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু । মন্ত্রীর নির্দেশ পেয়ে আজ দুপুরেই ঘটনাস্থানে পৌঁছায় ফরেনসিক দল । ঘটনাস্থান থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দলের সদস্যরা । নমুনা পাঠানো হয় ফরেনসিক ল্যাবে । সল্টলেকের FD ব্লকের পুজো স্থানীয় তৃণমূল নেতা বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত । মণ্ডপে আগুন লাগার ঘটনায় অন্য কারণ রয়েছে বলে ইঙ্গিত করেছেন বাণীব্রতবাবু ।

আজ সকাল 6 টা 20 মিনিট নাগাদ আগুন লাগে মণ্ডপে ৷ দাউ দাউ করে জ্বলতে থাকে মণ্ডপ ৷ মূল মণ্ডপটি পুড়ে যায় ৷ প্রতিমার খানিকটা অংশও পুড়ে যায় । আজই প্রতিমা নিরঞ্জনের কথা ছিল ৷ কিন্তু তার আগেই এই ঘটনায় মন খারাপ উদ্যোক্তাদের ৷

সল্টলেকের FD ব্লকের পুজো মণ্ডপে আগুন লাগার ঘটনায় ফরেনসিক তদন্তের নির্দেশ দমকল মন্ত্রী সুজিত বসুর

FD ব্লকের পুজো কমিটির আয়োজক বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "কিছুই জানা যাচ্ছে না । ছ'টার সময় কয়েকজন দর্শনার্থী এসেছিলেন । তার 10 থেকে 15 মিনিট পরে বাড়িতে ফোন আসে মণ্ডপে আগুন লেগে গেছে । সমস্ত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল । তারপর এই ঘটনা কীভাবে ঘটল বুঝতে পারছি না । এর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে । " অন্তর্ঘাতের জেরে এই ঘটনা ইঙ্গিত বাণীব্রতবাবুর ৷

এই সংক্রান্ত খবর : সল্টলেকের FD ব্লকের পুজোমণ্ডপে আগুন

যদিও দমকল মন্ত্রী সুজিত বসু অন্তর্ঘাত প্রসঙ্গে পরিষ্কার করে কিছু বলতে চাননি । তবে তিনি তদন্তের নির্দেশ দিয়ে বলেন, "আমরা খবর পাওয়ার 10 মিনিটের মধ্যে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছি । 3টি দমকলের ইঞ্জিন দ্রুততার সঙ্গে আগুন নিভিয়েছে । কিন্তু তার আগেই মূল প্যান্ডেলটি পুড়ে গিয়েছিল । আশপাশের প্যান্ডেলগুলি বাঁচানো সম্ভব হয়েছে । তদন্ত শেষ না হওয়া অবধি আগুন লাগার কারণ বলা যাবে না । ফরেনসিক রিপোর্ট এলে এবং তদন্ত শেষ হলে বলা যাবে ঠিক কী হয়েছিল ।"

দুপুরেই ঘটনাস্থানে পৌঁছান ফরেনসিক দলের সদস্যরা । মণ্ডপের বিভিন্ন অংশ ঘুরে দেখেন । ফরেনসিক দলের সদস্য এস কে সাহা সাংবাদমাধ্যমকে বলেন, "মণ্ডপের বেশিরভাগ জায়গা পুড়ে গেছে । বেশ কয়েক'টি জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে । যেসব জায়গা থেকে আগুন লাগার কারণ বোঝা বা অনুমান করা সম্ভব সেই সব জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে । নমুনা ল্যাবে পাঠানো হবে এবং পরীক্ষা করে দেখা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details