পশ্চিমবঙ্গ

west bengal

Sadhan Pande : সঙ্কটজনক সাধন পাণ্ডে, টুইট কুণালের

By

Published : Jul 18, 2021, 9:38 AM IST

Updated : Jul 18, 2021, 2:39 PM IST

সঙ্কটজনক অবস্থায় রয়েছেন সাধন পাণ্ডে (Sadhan Pande) ৷ রবিবার সকালে টুইটে জানালেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

সঙ্কটজনক সাধন পাণ্ডে
সঙ্কটজনক সাধন পাণ্ডে

কলকাতা, 18 জুলাই : রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pande) শারীরিক অবস্থা সঙ্কটজনক ৷ টুইটারে জানালেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ শুক্রবার সন্ধ্যায় ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

রবিবার সকাল 9টা নাগাদ একটি টুইট করেন কুণাল ৷ টুইটে তিনি জানান, বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে গভীর সঙ্কটজনক অবস্থায় রয়েছেন, যা অত্যন্ত উদ্বেগের বিষয় । তিনি অচেতন অবস্থায় রয়েছেন । বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন ৷ সোমবার তাঁর এমআরআই (MRI) হওয়ার কথা রয়েছে । মন্ত্রীর মস্তিষ্কের অবস্থা চিকিৎসকদের কাছে স্পষ্ট নয় । ঈশ্বরের কাছে তাঁর আরোগ্য কামনা করেন কুণাল ।

এখন সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন সাধন । শনিবার রাত পর্যন্ত মন্ত্রীর অবস্থা যা ছিল এখন পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়েছে । বিশেষ করে সমস্যা বেড়েছে ফুসফুসে । চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি । চিকিৎসক নবারুণ রায়ের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ৷ শ্বাসকষ্ট, কাশি তো ছিলই, একইসঙ্গে অস্বাভাবিক রক্তচাপের সমস্যাও দেখা দিয়েছে তাঁর । হৃদস্পন্দনও বেড়ে গিয়েছে অনেকটাই এবং অনিয়মিত হয়ে পড়েছে ৷ একই সঙ্গে মস্তিষ্কেও অত্যন্ত প্রভাব পড়েছে । এই পরিস্থিতিকে চিকিৎসকরা বলছেন, এটি ব্রেন এন্সেফালোপ্যথি । যদিও পরিবার কোনও কিছুই এই বিষয়ে বলতে চাইছে না এখনও । মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষও । তাঁর মেয়ে শ্রেয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে কোনও গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন ৷

শুক্রবার সন্ধ্যায় অসুস্থ বোধ করেন সাধন ৷ রাতের দিকে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ৷ সেখানে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয় ৷ ইতিমধ্যেই মন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়েছে ৷ রিপোর্ট নেগেটিভ আসে ৷ সিটি থোরাক্স পরীক্ষাও করা হয় ৷ সত্তর বছরের এই তৃণমূল বিধায়ক দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছেন ৷ এছাড়া কিডনির সমস্যাও রয়েছে ।

আরও পড়ুন : শ্বাসকষ্টের সমস্যায় আইসিইউতে ভর্তি মন্ত্রী সাধন পাণ্ডে

Last Updated : Jul 18, 2021, 2:39 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details