মস্তিষ্কে রক্তক্ষরণ, হতে পারে অস্ত্রোপচার; SSKM-এ ভরতি নির্মল মাজি - nirmal maji admitted to sskm
গুরুতর অসুস্থ মন্ত্রী নির্মল মাজি ৷ মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভরতি করা হয়েছে ৷
![মস্তিষ্কে রক্তক্ষরণ, হতে পারে অস্ত্রোপচার; SSKM-এ ভরতি নির্মল মাজি minister nirmal maji](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8668524-thumbnail-3x2-nirmal.jpg)
কলকাতা, 3 সেপ্টেম্বর : গুরুতর অসুস্থ মন্ত্রী নির্মল মাজি । তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি । তবে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হতে পারে।
রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন। COVID-19 -এর পরিস্থিতি তদারকির জন্য প্রতিদিন এখন দীর্ঘ সময় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁকে থাকতে হচ্ছিল। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকেও ব্যস্ততার মধ্যেই তিনি ছিলেন। এরই মধ্যে তিনি অসুস্থ বোধ করেন। চিকিৎসকরা দ্রুত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর ডাক্তার নির্মল মাজিকে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস-এ। সেখানে CT স্ক্যান করে দেখা যায়, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর তাঁকে SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভরতি করানো হয়েছে।
ডাক্তার নির্মল মাজির চিকিৎসার জন্য SSKM হাসপাতালে 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডাক্তার নির্মল মাজির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার নির্মল মাজির শারীরিক অবস্থার বিষয়ে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্রর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "দেখা গিয়েছে, ডাক্তার নির্মল মাজির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে, অন্যান্য বিষয় ভালো রয়েছে, তিনি কথা বলছেন, খাচ্ছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।" ডাক্তার নির্মল মাজির মস্তিষ্কে অপারেশন করা হবে? MSVP বলেন, "অপারেশন হতে পারে, তবে এখনই ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি। ডাক্তার নির্মল মাজিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
জানা গিয়েছে, ডাক্তার নির্মল মাজির সাবডুরাল হেমাটোমা ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত হেড ইনজুরির কারণে সাবডুরাল হেমাটোমা হতে পারে। তবে, বিভিন্ন ক্ষেত্রে বয়স, রক্ত তরল রাখার ওষুধের ব্যবহার, অ্যালকোহল পান সাবডুরাল হেমাটোমার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।