কলকাতা, 19 ফেব্রুয়ারি : নিমতিতা রেল স্টেশনে বোমা বিস্ফোরণে জখম রাজ্যের মন্ত্রী জাকির হোসেন-সহ অন্যদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। তবে এই জখমদের মধ্যে একজনের শারীরিক অবস্থা এখনও সংকটে রয়েছে।
গত বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে কলকাতায় আসার জন্য অপেক্ষা করছিলেন মন্ত্রী জাকির হোসেন। তাঁর সঙ্গে ছিলেন দলের কর্মী-সমর্থকরা। এই সময় আচমকা তাঁদেরকে লক্ষ্য বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় মন্ত্রী-সহ 14 জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাঁদের সকলকে নিয়ে আসা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। এখানকার ট্রমা কেয়ার সেন্টারে মন্ত্রী-সহ ওই বোমা বিস্ফোরণে জখম 14 জনের চিকিৎসা চলছে।