পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মন্ত্রী অরূপ রায়কে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে কাল

রবিবার থেকে আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা চলছে মন্ত্রী অরূপ রায়। তাঁকে আগামিকাল, বুধবার সকালে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

মন্ত্রী অরূপ রায়কে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে আগামিকাল
মন্ত্রী অরূপ রায়কে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে আগামিকাল

By

Published : Jan 26, 2021, 7:47 PM IST

কলকাতা, 26 জানুয়ারি : মন্ত্রী অরূপ রায়কে আগামিকাল, বুধবার সকালে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। গত রবিবার দুপুর থেকে তাঁর চিকিৎসা চলছে আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। ওই হাসপাতালে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই মন্ত্রী এখন ভালো আছেন।

বুকে যন্ত্রণা হওয়ার কারণে গত রবিবার সকালে আলিপুরের বেসরকারি ওই হাসপাতালে মন্ত্রী অরূপ রায়কে নিয়ে আসা হয়েছিল। কিছু পরীক্ষা-নিরীক্ষার পরে ওই দিন দুপুরে তাঁকে ওই হাসপাতালে ভর্তি নেওয়া হয়। এর পর গত রবিবার বিকালে এই মন্ত্রীর হার্টের একটি আর্টারিতে স্টেন্ট বসানো হয়। ওই আর্টারি ব্লক হয়ে যাওয়ার কারণে স্টেন্ট বসাতে হয়েছে বলে বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ওই দিন মন্ত্রীর কোভিড-19 টেস্ট করানো হয়। তবে এই টেস্টের রিপোর্টে কোভিড-19 নেগেটিভ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন :মেয়েকে পদ্ম সম্মান উৎসর্গ করলেন মৌমা দাস

মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী অরূপ রায়ের শারীরিক অবস্থার বিষয়ে আলিপুরের বেসরকারি ওই হাসপাতালে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্ত্রী এখন ভালো আছেন। তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার নিয়ন্ত্রণে রয়েছে। আগামিকাল, বুধবার সকালে তাঁকে এই হাসপাতাল থেকে ছুটি দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে, মন্ত্রীকে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার 10 দিন পরে মন্ত্রীকে ফলোআপে আসার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ABOUT THE AUTHOR

...view details