কলকাতা, 20 ডিসেম্বর :বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শীতের সবে শুরু ৷ আর এবার প্রথম থেকেই মারকাটারি মেজাজে পৌষ । রবিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 15.1 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল । যা গত সপ্তাহের ধারাবাহিক পারদ পতনের নিরিখে অনেকটাই বেশি । তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার তাপমাত্রার পারদ নেমে যেতে পারে 11 ডিগ্রিতে ৷ অর্থাৎ আরও জাঁকিয়ে বসতে চলেছে শীত ৷ একইসঙ্গে অব্যাহত থাকবে উত্তুরে হাওয়ার দাপটও (minimum temperature likely to drop to 11 degrees) ।
হাওয়া অফিস বলছে, সপ্তাহের প্রথম দিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রির কাছাকাছি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ইতিমধ্যেই 41 শতাংশে পৌঁছে গিয়েছে । যা হাড়কাঁপানো ঠান্ডার নিমন্ত্রণ । তবে আশার কথা হল মঙ্গলবার থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে ।