কলকাতা, 5 জানুয়ারি : পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের পর এবার মিমি চক্রবর্তী ৷ একইদিনে কোভিডের কবলে টলিউডের তিন প্রথমসারির অভিনেতা-অভিনেত্রী ৷ বুধবার সন্ধেয় টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানালেন যাদবপুরের সাংসদ (Mimi Chakaraborty Tested Covid Positive) ৷
বাংলায় করোনার সংক্রমণের সঙ্গেই লাফিয়ে বাড়ছে টলিউড ইন্ড্রাষ্টিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ গত দু'দিনে করোনার কবলে পড়েছেন সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো নাম ৷ এমনকি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও স্থগিত রাখা হয়েছে (Kolkata International Film Festival postponed) ৷ চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী আক্রান্ত হওয়ার পর বুধবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷ সবমিলিয়ে করোনায় কাবু বাংলা চলচ্চিত্র জগৎ যেন মিনি হাসপাতাল ৷
এদিন সন্ধেয় তাঁর কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমি লেখেন, "আমি করোনা আক্রান্ত হয়েছি ৷ গত কয়েকদিন আমি বাড়ির বাইরে পা দিইনি বা জনসমক্ষে যাইনি ৷ তবে করোনা আমায় জাঁকিয়ে ধরেছে ৷ আইসোলেশনে থেকে আমি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করছি ৷ সকলকে অনুরোধ আপনারা মাস্ক পরিধান করুন এবং সবরকম সতর্কতা মেনে চলুন ৷"