কলকাতা, 30 মার্চ : প্রায় সাড়ে তিন বছর পর ফের খুলতে চলেছে মিলন মেলা ৷ নতুন সাজে নতুন রুপে প্রস্তুত মিলন মেলা প্রাঙ্গণ (New Look of Milan Mela Ground) ৷ মিলন মেলা প্রাঙ্গণে চলছে শেষ তুলির টান । ঝকঝকে রাস্তা, অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আন্তর্জাতিক মানের মেলা প্রাঙ্গণ হিসেবে শীঘ্রই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মিলন মেলা বলে জানা যাচ্ছে ।
পাওয়া তথ্য অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি সময়ে মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হতে পারে । দিল্লির প্রগতি ময়দানে যেমন বারো মাস মেলার জন্য পরিকাঠামো রয়েছে, রাজ্য সরকার চেয়েছিল কলকাতার মিলন মেলায় তেমনই একটা পাকাপাকি পরিকাঠামো গড়ে তোলা হোক । সেই লক্ষ্যে সংস্কারের কাজ প্রায় সাড়ে তিন বছর আগে শুরু হয়েছিল । এই মুহূর্তে সেই কাজ শেষের পথে ।
নতুনভাবে তৈরি মিলন মেলা প্রাঙ্গণে থাকবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা । তৈরি হয়েছে এক লক্ষ বর্গফুটের দু’টি আলাদা অডিটোরিয়াম, ফুডকোর্ট, মাল্টি গাড়ি পার্কিং ব্যবস্থা । যেখানে প্রায় 1200টি গাড়ি একসঙ্গে রাখা যাবে । এছাড়াও থাকছে ইস্পাতের বিশ্ব বাংলা স্ট্যান্ড । যার উচ্চতা 180 ফুট । এই স্তম্ভের মাথায় লাগানো হয়েছে বিশ্ব বাংলা গ্লোব । সেই গ্লোব থেকে লেজারের আলোকরশ্মি বিচ্ছুরিত হবে গোটা মিলন মেলা চত্বরে । মায়াবি আলোয় বর্ণময় হয়ে উঠবে 18 একরের মিলনমেলা প্রাঙ্গণ ।