পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Milan Mela Ground : মমতার ঘোষণা মতো নতুন সাজে শীঘ্র খুলছে মিলন মেলা - Milan Mela to open soon in a new look as per announcement of Mamata Banerjee

নতুন সাজে নতুন রুপে প্রস্তুত মিলন মেলা প্রাঙ্গণ ৷ আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত মিলন মেলা । এবার শুধু সময়ের অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের (New Look of Milan Mela Ground) ৷

Kolkata Milan Mela
নতুন সাজে নতুন রূপে খুব শীঘ্র খুলতে চলেছে মিলন মেলা

By

Published : Mar 30, 2022, 10:41 PM IST

কলকাতা, 30 মার্চ : প্রায় সাড়ে তিন বছর পর ফের খুলতে চলেছে মিলন মেলা ৷ নতুন সাজে নতুন রুপে প্রস্তুত মিলন মেলা প্রাঙ্গণ (New Look of Milan Mela Ground) ৷ মিলন মেলা প্রাঙ্গণে চলছে শেষ তুলির টান । ঝকঝকে রাস্তা, অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আন্তর্জাতিক মানের মেলা প্রাঙ্গণ হিসেবে শীঘ্রই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মিলন মেলা বলে জানা যাচ্ছে ।

পাওয়া তথ্য অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি সময়ে মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হতে পারে । দিল্লির প্রগতি ময়দানে যেমন বারো মাস মেলার জন্য পরিকাঠামো রয়েছে, রাজ্য সরকার চেয়েছিল কলকাতার মিলন মেলায় তেমনই একটা পাকাপাকি পরিকাঠামো গড়ে তোলা হোক । সেই লক্ষ্যে সংস্কারের কাজ প্রায় সাড়ে তিন বছর আগে শুরু হয়েছিল । এই মুহূর্তে সেই কাজ শেষের পথে ।

নতুনভাবে তৈরি মিলন মেলা প্রাঙ্গণে থাকবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা । তৈরি হয়েছে এক লক্ষ বর্গফুটের দু’টি আলাদা অডিটোরিয়াম, ফুডকোর্ট, মাল্টি গাড়ি পার্কিং ব্যবস্থা । যেখানে প্রায় 1200টি গাড়ি একসঙ্গে রাখা যাবে । এছাড়াও থাকছে ইস্পাতের বিশ্ব বাংলা স্ট্যান্ড । যার উচ্চতা 180 ফুট । এই স্তম্ভের মাথায় লাগানো হয়েছে বিশ্ব বাংলা গ্লোব । সেই গ্লোব থেকে লেজারের আলোকরশ্মি বিচ্ছুরিত হবে গোটা মিলন মেলা চত্বরে । মায়াবি আলোয় বর্ণময় হয়ে উঠবে 18 একরের মিলনমেলা প্রাঙ্গণ ।

নবান্ন সূত্রের খবর, সব মিলিয়ে এখনো পর্যন্ত এই কাজে ব্যয় হচ্ছে 350 কোটি টাকা । নির্মাণকর্মীদের থেকে জানা গিয়েছে, এখানে প্রায় 1000 বর্গমিটার মাপের দুটো শীতাতপ-নিয়ন্ত্রিত প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে । রয়েছে পাঁচতলা কারপার্ক, প্রশাসনিক ভবন ও ফুডকোর্ট ।

আরও পড়ুন :Mamata on BJP's Report : বগটুইয়ের ঘটনায় অনুব্রতর নাম রাজনৈতিক উদ্দেশ্যে জড়াচ্ছে বিজেপি, ক্ষুব্ধ মমতা

প্রসঙ্গত, পুরনো মিলন মেলাকে ভেঙে নতুন ভাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছিল 2018-র মে মাসে । সে সময় বলা হয়েছিল 2019 সালের মধ্যেই মিলন মেলা সংস্কারের কাজ শেষ হয়ে যাবে । কিন্তু বাস্তবে তা হয়নি । তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এপ্রিলেই উদ্বোধন হবে নতুন রূপে তৈরি মিলন মেলা প্রাঙ্গণ । মুখ্যমন্ত্রীর ঘোষণাকে সফল করার জন্য এই মুহূর্তে মিলন মেলায় শেষ মুহূর্তের কাজ চলছে জোড় কদমে । এবার শুধু সময়ের অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের ৷

ABOUT THE AUTHOR

...view details