কলকাতা, 24 অগস্ট: কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) পাশেই দু'দিন ধরে বিক্ষোভ সমাবেশ পালন করেন মিড ডে মিল কর্মীরা (Mid Day Meal Workers) ৷ প্রায় 13 দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচিতে সামিল হন তাঁরা ৷ তা শেষ হলে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) একটি স্মারকলিপি পেশ করতে চেয়েছিলেন বিক্ষোভকারীরা ৷ কিন্তু, মন্ত্রী সেই স্মারকলিপি গ্রহণ করতে অস্বীকার করেন বলে অভিযোগ ৷ আর সেই কারণেই বুধবার, দিনের ব্যস্ত সময় এস এন ব্যানার্জি রোড অবরোধ করেন মিড ডে মিল কর্মীরা ৷
বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্যে 2 লক্ষ 32 হাজারের কিছু বেশি কর্মী মিড ডে মিল রান্নার কাজে নিযুক্ত রয়েছেন ৷ সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে , মাদ্রাসা এবং এনসিএলপি কেন্দ্রগুলিতে এই কর্মীরা রান্নার কাজ করেন ৷ বদলে তাঁরা কোনও বেতন পান না ৷ মেলে মাত্র 1 হাজার 500 টাকার মাসিক ভাতা ! আজকের দিনে এই টাকায় জীবনধারণ করা অসম্ভব ৷ অথচ সব জেনেও প্রশাসন নির্বিকার ৷ 2013 সালের পর থেকে এই কর্মীদের ভাতা বাড়ানোর কোনও উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ ৷