পশ্চিমবঙ্গ

west bengal

Mid Day Meal Workers Agitation স্মারকলিপি নিতে নারাজ শিক্ষামন্ত্রী, পথে নেমে প্রতিবাদ মিড ডে মিলের রাঁধুনিদের

By

Published : Aug 24, 2022, 8:19 PM IST

শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) স্মারকলিপি গ্রহণ করতে রাজি না হওয়ায় কলকাতার এসএন ব্যানার্জি রোড অবরোধ করলেন মিড ডে মিল কর্মীরা (Mid Day Meal Workers) ৷ প্রায় 13 দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছেন তাঁরা ৷

Mid Day Meal Workers Agitation as Education Minister refused to accept deputation
Mid Day Meal Workers Agitation স্মারকলিপি নিতে নারাজ শিক্ষামন্ত্রী, পথে নেমে প্রতিবাদ মিড ডে মিলের রাঁধুনিদের

কলকাতা, 24 অগস্ট: কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) পাশেই দু'দিন ধরে বিক্ষোভ সমাবেশ পালন করেন মিড ডে মিল কর্মীরা (Mid Day Meal Workers) ৷ প্রায় 13 দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচিতে সামিল হন তাঁরা ৷ তা শেষ হলে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) একটি স্মারকলিপি পেশ করতে চেয়েছিলেন বিক্ষোভকারীরা ৷ কিন্তু, মন্ত্রী সেই স্মারকলিপি গ্রহণ করতে অস্বীকার করেন বলে অভিযোগ ৷ আর সেই কারণেই বুধবার, দিনের ব্যস্ত সময় এস এন ব্যানার্জি রোড অবরোধ করেন মিড ডে মিল কর্মীরা ৷

বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্যে 2 লক্ষ 32 হাজারের কিছু বেশি কর্মী মিড ডে মিল রান্নার কাজে নিযুক্ত রয়েছেন ৷ সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে , মাদ্রাসা এবং এনসিএলপি কেন্দ্রগুলিতে এই কর্মীরা রান্নার কাজ করেন ৷ বদলে তাঁরা কোনও বেতন পান না ৷ মেলে মাত্র 1 হাজার 500 টাকার মাসিক ভাতা ! আজকের দিনে এই টাকায় জীবনধারণ করা অসম্ভব ৷ অথচ সব জেনেও প্রশাসন নির্বিকার ৷ 2013 সালের পর থেকে এই কর্মীদের ভাতা বাড়ানোর কোনও উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ ৷

আরও পড়ুন:অনুব্রতর কনভয়ের সামনে বিক্ষোভ কংগ্রেসের, কেষ্টকে গোরু চোর বলল ভিড়

এই অবস্থায় চরম অর্থসঙ্কটে দিন কাটছে মিড ডে মিল কর্মীদের ৷ যাঁদের অধিকাংশই নিম্নবিত্ত ও দরিদ্র পরিবার থেকে কাজ করতে আসেন ৷ তাছাড়া, এই কর্মীরা আলাদা করে সামাজিক সুরক্ষা, ছুটি বা উৎসবকালীন ভাতার মতো কোনও সুবিধা বা পরিষেবা পান না ৷ এগুলি নিয়েই মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছিলেন বিক্ষোভকারীরা ৷ কিন্তু, তিনি সময় না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷

প্রসঙ্গত, মিড ডে মিল কর্মীদের দাবিগুলির মধ্যে অন্যতম হল, 2020 সালের মতো 10 মাসের পরিবর্তে 12 মাসের ভাতা প্রদান, ন্যূনতম 21 হাজার টাকা বেতনের সাপেক্ষে ভাতা প্রদান, মিড ডে মিলের কর্মীদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মীর মর্যাদা প্রদান, সামাজিক সুরক্ষা-সহ মাসিক 6 হাজার টাকা পেনশন প্রভৃতি ৷ সেইসঙ্গে, উৎসবকালীন ভাতা, ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ ও মাতৃত্বকালীন ছুটি চালু করারও দাবি তুলেছেন মিড ডে মিল কর্মীরা ৷

ABOUT THE AUTHOR

...view details