পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বসল ব্যারিকেড, 10 জন করে বাজারের অনুমতি - কোরোনা

মেয়রের নির্দেশ মতোই ভিড় এড়াতে বাজারে বসানো হল ব্যারিকেড । পুরনিগমের 118 নম্বর ওয়ার্ডের ভোলানাথ মুখার্জি ও দেবপ্রিয় বোস বাজারে নজরদারি চালালেন মেয়র পারিষদ ও স্থানীয় কাউন্সিলর তারক সিং ।

kmc market
kmc market

By

Published : Apr 8, 2020, 8:21 PM IST

কলকাতা, 8 এপ্রিল : পুরনিগমের 118 নম্বর ওয়ার্ডের ভোলানাথ মুখার্জি ও দেবপ্রিয় বোস বাজারে বসানো হল ব্যারিকেড । ভিড় এড়াতে গতকালই বাজারগুলিতে ব্যারিকেড বসানোর নির্দেশ দিয়েছিলেন মেয়র । নির্দেশ মতোই বুধবার 118 নম্বর ওয়ার্ডের ভোলানাথ মুখার্জি ও দেবপ্রিয় বোস বাজারে বসান হল ব্যারিকেড ।

বাজারের ভিতর দশ জন করে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে । যার জেরে বাজারের বাইরে লাইনে অপেক্ষা করতে দেখা গেল ক্রেতাদের । ক্রেতা-বিক্রেতা সকলকেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এই বাজারে । সকাল থেকেই মেয়র পারিষদ ও স্থানীয় কাউন্সিলর তারক সিং নজরদারি চালান নিজের এলাকার এই বাজারে ।

যাঁরা বাজার করতে আসছেন, প্রত্যেককেই মাস্ক পড়ার জন্য অনুরোধ করেন স্থানীয় কাউন্সিলর ও মেয়র পারিষদ তারক সিং । তিনি জানান, মাক্স পরে এলে তবেই বাজারে বাজারে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে । সাধারণ মানুষকে ভিড় এড়াতে এবং দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হয় । সেইসঙ্গে, ফলের বাজারগুলিতেও সরকারি নির্দেশ মেনে চলার আবেদন করেন ।

ABOUT THE AUTHOR

...view details