পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এবার মুখ্য সচিবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের - অজয় ভাল্লা

গতকালই বিভিন্ন রাজ্যকে চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, রাজ্যগুলি নিজেদের ইচ্ছামতো নিয়ম পালন করতে পারবে না ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিত নিয়ম মেনেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মেনে চলতে হবে ৷

MHA sent letter to west bengal chief secretary
অমিত শাহ

By

Published : Apr 21, 2020, 6:04 PM IST

দিল্লি, 21 এপ্রিল : কোরোনা ইশুতে কেন্দ্র-রাজ্য তরজা অব্যাহত ৷ কেন্দ্রের প্রতিনিধি দলকে সহযোগিতা না করায় রাজ্যকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ মন্ত্রকের সচিব অজয় ভাল্লা মুখ্য সচিব রাজীব সিনহাকে পাঠানো এক চিঠিতে জানান, কলকাতা ও জলপাইগুড়িতে যে দু’টি কেন্দ্রীয় দল পর্যবেক্ষণ করেছে, তারা রাজ্যের তরফে কোনও সহযোগিতা পায়নি ৷ এমনকী তাঁদের বিভিন্ন জায়গায় যেতে বাধা দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে ৷ যদিও রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা জানান, একজন পুলিশ আধিকারিককে ওই দুই দলের সঙ্গে দেওয়া হয়েছে ৷

চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা জানিয়েছেন, সংবিধানের 35 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রের দুই প্রতিনিধি দল রাজ্যে পাঠানো হয়েছিল ৷ বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় সরকার এই আইনের ধারায় সবরকম পদক্ষেপ করতে পারে ৷ পাশাপাশি 31 মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও উল্লেখ করা হয় চিঠিতে ৷ শীর্ষ আদালতের পক্ষ থেকে ওই নির্দেশনামায় বলা হয়, জনসাধারণের সুরক্ষার জন্য কেন্দ্রের তরফে চিঠি পাঠিয়ে কোনও নির্দেশ দেওয়া হলে সহযোগিতা করবে রাজ্যগুলি ৷ COVID-19 এর সংক্রমণ ঠেকাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে বলে জানান সচিব ৷

অজয় ভাল্লার চিঠিতে অভিযোগ করা হয়, কলকাতা ও জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের যে দুই দল পর্যবেক্ষণে গিয়েছে, তাদের সঙ্গে অসহযোগিতা করেছে রাজ্য সরকার ৷ এমনকী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি ৷ পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধিদের বিশেষ কয়েকটি জায়গায় যেতে বাধা দেওয়া হয়েছে এবং তৃণমূল স্তরে পরিস্থিতি খতিয়ে দেখতে বাধাও দেওয়া হয়েছে ৷ পুরো ঘটনাটি সংবিধানের বিপর্যয় মোকাবিলা আইনকে লঙ্ঘন করেছে, তাও চিঠিতে স্পষ্ট করা হয় ৷

এই পরিস্থিতিতে 19 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত নির্দেশ সঠিকভাবে যাতে রাজ্য সরকার পালন করে, তার জন্য অনুরোধ জানান সচিব ৷ পাশাপাশি কেন্দ্রের প্রতিনিধি দল যাতে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা করুক, একথাও উল্লেখ করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details