কলকাতা, 15 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর দিন স্বাভাবিক দিনের চেয়ে কম সংখ্যক মেট্রো চলাচল করবে ৷ আজ এমনই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে।
লকডাউনের পর আবারও মেট্রো চালু হওয়ার পর থেকে যাত্রী চাহিদা মাথায় রেখে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। তবে, কোরোনা সংক্রমণের জেরে উৎসবের দিনে বা ছুটিছাটার দিনে যাত্রীদের ভিড় এড়াতে অনেক কম সংখ্যক পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। আগামীকাল সরস্বতী পুজোর দিন এই নিয়মের ব্যতিক্রম হবে না।
আরও পড়ুন : মিলল নিরাপত্তা ছাড়পত্র, শীঘ্র ঘুরবে দক্ষিণেশ্বর মেট্রোর চাকা
সরস্বতী পুজোর দিন মেট্রোর সংখ্যা কমে 216
সরস্বতী পুজোয় মেট্রো সংখ্য়া কমানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ সারাদিনে মোট 216টি মেট্রো চলাচল করবে ৷ প্রথম মেট্রো চলবে সকাল সাতটায় ৷ এবং দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায় ৷
সরস্বতী পুজোর দিন মেট্রোর সংখ্যা কমে 216
বর্তমানে সপ্তাহের ব্যস্ত দিনগুলিতে 240টি পরিষেবা দেওয়া হয়। তবে সরস্বতী পুজোর দিন অর্থাৎ, 16 ফেব্রুয়ারি মঙ্গলবার অনেক কম মেট্রো চলাচল করবে। সেদিন 216টি মেট্রো চলাচল করবে সারাদিনে । 16 ফেব্রুয়ারি দমদম ও কবি সুভাষ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায় এবং নোয়াপাড়া থেকে সকাল 7:09 মিনিটে। অন্যদিকে দিনের শেষ মেট্রো কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে ছাড়বে রাত 9.30 মিনিটে এবং নোয়াপাড়া থেকে ছাড়বে 9.25 মিনিটে।