কলকাতা, 13 অগস্ট: স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে সোমবার নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট মেট্রো মিলিয়ে সারাদিনে চলবে 278টি মেট্রো । আজ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । অন্যান্য দিনে নর্থ সাউথ করিডোরে সারাদিনে চলে মোট 288টি পরিষেবা । তবে সোমবার 94টি আপ ও 94টি ডাউন পরিষেবা মিলিয়ে চলবে 188টি পরিষেবা । পাশাপাশি ইস্ট ওয়েস্ট করিডোরের অন্যান্য দিনে চলে 100টি পরিষেবা ৷ তবে স্বাধীনতা দিবসে সারাদিনে চলবে 90টি পরিষেবা (45 ইস্ট বাউন্ড ও 45 ওয়েস্ট বাউন্ড) ৷
ছুটির দিন বহু অফিস বন্ধ থাকে । ফলে যাত্রী ভিড় মেট্রোতে কিছুটা কম থাকে । অন্যদিকে করোনাকালে মেট্রো জানিয়েছিল যে ছুটির দিনগুলোতে যাত্রী ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেই কম পরিষেবা চালানো হয় । তাই স্বাধীনতা দিবসে অর্থাৎ সোমবার নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট মিলিয়ে চলবে 278টি পরিষেবা ।
15 অগস্ট দিনের প্রথম পরিষেবা:
দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 07:00 মিনিটে ।
দিনের শেষ পরিষেবা: