কলকাতা, 3 জানুয়ারি : নতুন বছরের প্রথম কাজের দিনেই গিরিশ পার্কে থমকে গেল মেট্রো ৷ আজ হঠাৎ করেই একটি মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় । ফলে মেট্রোটিকে খালি করে কারশেডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । আপাতত আপ ও ডাউন লাইনে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে (Metro Service Interrupted due to Mechanical fault) ।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, সকালের দিকে থার্ড রেলে পাওয়ার ডিসচার্জের সমস্যার জন্য অন্য আরেকটি রেকও খারাপ হয়ে যায় । তবে দ্রুত রেকটি মেরামত করে সেটিকে আবার চালু করা হয় (Metro Service Interrupted due to Mechanical fault in metro rack at Girish Park)।