পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Metro service disrupted: কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবায় দুর্ভোগে যাত্রীরা - Metro service disrupted

সাতসকালে ফের মেট্রোয় বিভ্রাট (Metro service disrupted)৷ আবারও আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রোয় ৷ এ বার কালীঘাট স্টেশনে ৷ এর ফলে অফিসের ব্যস্ত সময়ে বন্ধ রাখতে হল পরিষেবা ৷

Metro service disrupted due to suicide attempt at Kalighat station
কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যা করার চেষ্টায় বন্ধ মেট্রো পরিষেবা

By

Published : Jul 15, 2022, 11:05 AM IST

Updated : Jul 15, 2022, 12:57 PM IST

কলকাতা, 15 জুলাই: সাতসকালে ফের মেট্রো বিভ্রাট (Metro service disrupted)৷ আবারও আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রোয় ৷ যার জেরে অফিসের ব্যস্ত সময়ে বন্ধ রাখতে হল পরিষেবা ৷ চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা ৷

আজ সকাল 10.28 নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে আত্মহত্যা করার চেষ্টা করেন এক বৃদ্ধ । এরপর পরিষেবা বন্ধ করে চলে উদ্ধারকাজ । যার ফলে নাকাল হতে হয় যাত্রীদের । সেই সময় পরিষেবা চলছিল শুধু টালিগঞ্জ থেকে গড়িয়া এবং দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ৷ এরপর বেলা 11.05 নাগাদ পরিষেবা ফের স্বাভাবিক হয় ।

আরও পড়ুন:নেতাজি-সরোবর, দরজা খোলা অবস্থায় ছুটল মেট্রো

মেট্রো রেল সূত্রে খবর, বছর 60-এর একজন বৃদ্ধ আত্মহত্যা করার চেষ্টা করেন । তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Last Updated : Jul 15, 2022, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details