কলকাতা, 10 ডিসেম্বর : 14 ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা । আজ একথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বর্তমানে আপ ও ডাউন মিলিয়ে চলাচল করছে 204টি ট্রেন। আগামী সোমবার থেকে সংখ্যা বেড়ে দাঁড়াবে 216 ৷ যদিও প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে ।
ধীরে ধীরে আবারও বাড়ছে মেট্রোর যাত্রী সংখ্য়া । তাই সেইমতো ধাপে ধাপে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা । 7 নভেম্বর থেকে 190-র পরিবর্তে 204টি মেট্রো চালানো হচ্ছে । এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হবে 216। 108টি মেট্রো আপে ও 108টি মেট্রো ডাউনে চলবে । দিনের সবচেয়ে ব্যস্ত সময়ে অর্থাৎ সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে বাড়তি 12টি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
14 ডিসেম্বর থেকে বাড়ছে মেট্রোর সংখ্য়া - মেট্রো কতৃপক্ষ
ধীরে ধীরে আবারও বাড়ছে মেট্রোর যাত্রী সংখ্য়া । সেইমতো ধাপে ধাপে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা । এর আগে 7 নভেম্বর থেকে 190এর পরিবর্তে 204টি মেট্রো চালানো হচ্ছে । এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হবে 216 ।
আরও পড়ুন : দুর্গাপুজোয় নয়, লকডাউনের পর নভেম্বরে মেট্রোর যাত্রী সংখ্যা ছাড়াল 2 কোটি
প্রবীণ নাগরিক, 15 বছরের নীচে শিশু ও মহিলাদের জন্য দিনের কোনও সময় ই-পাস লাগবে না । তবে বাকি যাত্রীদের জন্য সকল 8.30 টা থেকে বেলা 11 টা এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ই-পাস দেখানো বাধ্যতামূলক । যদিও রবিবার কোনও যাত্রীকেই মেট্রোতে সফর করতে গেলে দেখাতে হবে না ই-পাস । তবে, সফর করার ক্ষেত্রে এখনই টোকেন চালু করা হবে না ৷ তাই মেট্রোয় সফর করতে হলে স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক।