পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দমদম-বেলগাছিয়া সুড়ঙ্গে আটকে মেট্রো, আতঙ্কে যাত্রীরা - metro station

দমদম-বেলগাছিয়া স্টেশনের মাঝে আটকে পড়েছে একটি মেট্রো। যার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। যাত্রীদের মেট্রো থেকে বের করে আনা হচ্ছে।

মেট্রো রেল

By

Published : Feb 13, 2019, 2:29 PM IST

Updated : Feb 13, 2019, 2:39 PM IST

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : আবারও মেট্রোয় গন্ডগোল। দমদম-বেলগাছিয়া স্টেশনের মাঝে আটকে পড়েছে একটি মেট্রো। যার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। যাত্রীদের মেট্রো থেকে বের করে আনা হচ্ছে।

বিদ্যুৎ বিভ্রাটের জেরে এই সমস্যা সমস্যা বলে খবর। মেট্রো বিভ্রাটের জেরে বিভিন্ন স্টেশনে থিকথিকে ভিড়।

শোভাবাজারে মেট্রো থেকে বের করে হচ্ছে যাত্রীদের। মেট্রোরেলের এক আধিকারিক জানিয়েছেন, ১টা বেজে ১০ নাগাদ দমদম থেকে মেট্রো ছাড়ার কিছুক্ষণ পরেই থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই, দমদম থেকে মেট্রো চলাচল বন্ধ আছে। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। মেট্রো রেল জানিয়েছে, গিরিশ পার্ক থেকে থেকে দমদম অবধি মেট্রো চলাচল বন্ধ। থার্ডলাইনে বিদ্যুৎ না থাকায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

Last Updated : Feb 13, 2019, 2:39 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details