রেড রোড (কলকাতা), 3 মে : মাথা নোয়াতে রাজি নই ৷ সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে রেড রোডে ঈদের নমাজের অনুষ্ঠান থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে নাম না করেই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ তুললেন মমতা (Message of Harmony by Mamata Banerjee in Red Road Eid Programme) ৷ বললেন, দেশের পরিস্থিতি ঠিক নেই ৷ সাম্প্রদায়িক শক্তি দেশকে বিভাজিত করতে চাইছে ৷ তাই শান্তি বজায় রেখে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে থাকতে হবে ৷
এ দিন বৃষ্টির মধ্যেই রেড রোডে ঈদের নমাজে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঞ্চ থেকে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মমতা ৷ সেই সঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে সরব হন তিনি ৷ অভিযোগ করেন রাজ্য তথা দেশে সাম্প্রদায়িক শক্তি বিভাজন তৈরির ষড়যন্ত্র করছে ৷ আর সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এক হয়ে লড়াই করার বার্তা দিলেন মমতা ৷ আর তার জন্য কোনও প্রকার প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানান তিনি ৷