কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে । বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর ঘোষিত সেই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের দুটি ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org -তে গিয়ে রোল নম্বর দিয়ে মেধাতালিকায় নিজের স্থান দেখতে পাবেন প্রার্থীরা।
২০১৪ সালে প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল । তাতে উত্তীর্ণ হয়েছিলেন প্রায় ২০ হাজার প্রার্থী । কিন্তু, টেট পরীক্ষা হলেও তার পরবর্তী নিয়োগের প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে স্থগিত ছিল । অবশেষে গত বছর ২২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ২০১৪ সালের TET উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে । ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ হবে বলেও ওইদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তাঁর ঘোষণার পরের দিনই বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলে ২৫ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত । ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত চলে ইন্টারভিউ প্রক্রিয়া । প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করতে তৎপরতা দেখিয়ে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । সেই তৎপরতা বজায় রেখেই বিধানসভা ভোটের আগে প্রাথমিক স্তরে ১৬ হাজার ৫০০ শূন্যপদে সহকারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে দিল পর্ষদ । সোমবার রাতেই প্রকাশ করে দেওয়া হয়েছে সেই মেধাতালিকা ।
আরও পড়ুন :সিঙ্গল বেঞ্চের নির্দেশ পেয়ে টেট পরীক্ষায় বসা প্রার্থীদের পরীক্ষা বাতিল ডিভিশন বেঞ্চের