কলকাতা, 19 জুন: গতকালই সামনে এসেছিল পাভলভ হাসপাতালে বেহাল দশার খবর ৷ যেখানে 13 জন মহিলা আবাসিককে একটি অন্ধকার স্যাঁত স্যাঁতে ঘরে বন্দি করে রাখার অভিযোগ ওঠে ৷ এ নিয়ে আগেই স্বাস্থ্য দফতরের তরফে পাভলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করা হয়েছে ৷ যেখানে কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেওয়া হবে না ? তা জানতে চাওয়া হয়েছে ৷ এ প্রসঙ্গে, মনোরোগ বিশেষজ্ঞ ঊর্মি চট্টোপাধ্যায় জানান, একজন মানসিক রোগীকে সুস্থ করে তুলতে আগে প্রয়োজন, তাঁর আশেপাশের জায়গা পরিচ্ছন্ন রাখা (Mental Hospitals Should be Kept Clean Doctors on Pavlov Hospital Issue) ৷ আর পাভলভের মতো হাসপাতালের রোগীদের সঙ্গে এমন ব্যবহার কখনই গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি ৷
প্রসঙ্গত, গত 17 মে অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা (মানসিক বিভাগ) পাভলভ হাসপাতালের ডায়েট কমিটির বৈঠকে যান ৷ সেখানে গিয়ে তিনি একটি অস্বাস্থ্যকর ঘরের মধ্যে 13 জন আবাসিক মহিলাকে বন্দি অবস্থায় দেখতে পান বলে অভিযোগ ৷ যা নিয়ে হাসপাতাল সুপার এবং দায়িত্বপ্রাপ্ত নার্সকে প্রশ্ন করা হলে, তাঁরা কোনও জবাব দিতে পারেননি বলে অভিযোগ ৷ এমনকি আবাসিকদের প্রতিনিধি অভিযোগ করেছেন, হাসপাতালে খাবারের মান খুবই খারাপ ৷ এ সব মিলিয়ে পাভলভ হাসপাতালের সুপার ড. গণেশ প্রসাদকে আগেই শোকজ করা হয়েছে ৷ কিন্তু, তিনি সেই শোকজের জবাব এখনও দেননি বলেই জানা গিয়েছে ৷