পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ক্যা-ক্যা ছি-ছি আসলে কাছাকাছি, মোদি-মমতাকে কটাক্ষ সেলিমের - নরেন্দ্র মোদি

সোনিয়া গান্ধি BJP বিরোধী দলগুলিকে একসঙ্গে বৈঠকে ডাকেন 13 জানুয়ারি । ওই বৈঠকে থাকবেন না বলে জানিয়ে দেন মমতা । এরপর আজ মমতা-মোদি বৈঠককে কটাক্ষ করলেন CPI(M) নেতা মহম্মদ সেলিম । বললেন, ক্যা-ক্যা ছি-ছি নয় । ওটা আসলে কাছাকাছি ।

mamata modi
মহম্মদ সেলিম

By

Published : Jan 11, 2020, 11:54 PM IST

কলকাতা, 11 জানুয়ারি : ক্যা-ক্যা ছি-ছি নয় । ওটা আসলে কাছাকাছি । প্রধানমন্ত্রীর কলকাতা সফরে মোদি-মমতা বৈঠক নিয়ে এমনই বললেন CPI(M) নেতা মহম্মদ সেলিম । সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন,2019 -এর প্রতিবাদে 'ক্যা-ক্যা ছি-ছি' স্লোগান দেন মুখ্যমন্ত্রী । CAA-র প্রতিবাদেও প্রথম থেকেই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু আজকের প্রধানমন্ত্রীর সফরে মমতা-মোদি একমঞ্চে আসায় কটাক্ষের সুর বিরোধী শিবিরের মুখে ।

CAA-র বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী । BJP বিরোধী শক্তিগুলিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে একজোট হওয়ারও ডাক দিয়েছিলেন তিনি । সেই ডাকে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন বেশ কিছু নেতা । সোনিয়া গান্ধি BJP বিরোধী দলগুলিকে একসঙ্গে বৈঠকেও ডাকেন 13 জানুয়ারি । প্রথমে বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানালেও পরে ওই বৈঠকে থাকবেন না বলে জানিয়ে দেন মমতা । CAA বিরোধী আন্দোলনে বাংলার মুখ্যমন্ত্রীর এই দ্বিচারিতাকে আদতে 'মোদিসখ্যতা' হিসেবেই দেখছে বিরোধী শিবির ।

মোদি-মমতা বৈঠককে কটাক্ষ মহম্মদ সেলিমের

CPI(M) নেতা মহম্মদ সেলিম আজ অভিযোগ করেন, "সবাই যখন আওয়াজ তুলছে মোদি ফিরে যাও, কলকাতার মহানাগরিক গেছেন স্বাগত জানাতে, মুখ্যমন্ত্রী একান্ত বৈঠকের আহ্বান জানাচ্ছেন । এমনকী নৌকাবিহারও যাতে একসঙ্গে করতে পারেন সেই অনুরোধও করছেন । আবার এদিকে ছাত্রদের বলছেন ধরনায় বসবেন । মুখ্যমন্ত্রী বাংলার রাজনীতির আকাশে যে ধোঁয়াশা সৃষ্টি করেছিলেন, তা আসলে দ্বিচারিতা ।"

ABOUT THE AUTHOR

...view details