কলকাতা, 10 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ পালন করছে এ রাজ্যের পুলিশ। বগটুই-কাণ্ডের সময় বলেছিল, ব্লক সভাপতি না-বললে পুলিশ যাবে না। এরপর মূল অভিযুক্তকে যখন ধরা হল তারপর দ্রুত ছেড়ে দেওয়া হল ৷ কেন ছেড়ে দেওয়া হল ? কোনও নেতা-মন্ত্রীর নির্দেশ ছিল? এমনই সব প্রশ্ন তুলে মোমিনপুরের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ৷
এদিন সাংবাদিক সম্মেলনে সেলিম জানান, বামফ্রন্টের শাসনকালেও ওই এলাকা দফায়-দফায় উত্তপ্ত হয়ে উঠত ৷ কিন্তু পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করেছিল তৎকালীন রাজ্যের শাসক দল ৷ পাশাপাশি এই ঘটনায় বিজেপি-র আইটি সেলের তরফে সোশাল মিডিয়ায় যে সকল উস্কানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ ? প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক ৷