পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

MD Salim Criticises CM: বউবাজার বিপর্যয়ের জন্য দায়ী মমতা, আক্রমণ সেলিমের

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বউবাজারে বহু বাড়িতে ফাটল ধরেছে (Bowbazar metro disaster) ৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন মহম্মদ সেলিম (MD Salim Criticises CM Mamata Banerjee) ৷

ETV Bharat
MD Salim slams

By

Published : Oct 14, 2022, 6:48 PM IST

Updated : Oct 14, 2022, 9:20 PM IST

কলকাতা, 14 অক্টোবর: মেট্রো রেলের কাজের জেরে বউবাজারে বিপর্যয়ের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPM Leader MD Salim) ৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর চাপেই মেট্রোর নির্মীয়মাণ রুট পালটানো হয় ৷ তার জেরেই এই দুর্ঘটনা (MD Salim criticises Mamata Banerjee) ৷

মহম্মদ সেলিম শুক্রবার বলেন, "এই বিপর্যয়ের সমস্ত দায় মুখ্যমন্ত্রীর ৷ তাঁর চাপেই এই রুটের গতিপথ পাল্টানো হয় ৷ ইঞ্জিনিয়র ও এলাকাবাসীরা কিন্তু নিষেধ করে ছিলেন ৷ কিন্তু হাতে গোনা কিছু ব্যাবসায়ী আর সিন্ডিকেটের স্বার্থরক্ষা করতে জোর করে এই মেট্রোর রুট ঘুরিয়ে বসতি এলাকার নিচ থেকে নিয়ে যেতে বাধ্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সবকিছু পাগলামি করে হয় না ৷ এভাবে ভাঙা যায় কিন্তু গড়া যায় না ৷" এদিন বউবাজারে যান সেলিম ৷

আরও পড়ুন: রেলের জমিতেই অধিষ্ঠান, স্বয়ং হনুমানজী'কেই উচ্ছেদের নোটিশ কর্তৃপক্ষের

উল্লেখ্য, মেট্রোর কাজের জন্য এই নিয়ে তিনবার বিপর্যয়ের ঘটনা ঘটল বউবাজারের বসতি এলাকায় (Bowbazar metro disaster) ৷ বলা যায় প্রায় ভিটেমাটি হারানোর অবস্থা এখানকার একাংশের বাসিন্দাদের ৷ কখনও রাতে, কখনও বা ভোরবেলায় তড়িঘড়ি ঘর ছাড়তে হয়েছে তাঁদের । এই প্রসঙ্গ টেনেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মহম্মদ সেলিম ৷

বউবাজার বিপর্যয়ের জন্য দায়ী মমতা, আক্রমণ সেলিমের

তাঁর কথায়, "বারবার এই ঘটনা হচ্ছে আমরা আসছি । আমরা আগেই বলেছিলাম ঘনবসতিপূর্ণ এলাকা বউবাজার, পুরনো কলকাতার বাড়ি । বিশ্বে কোথাও বস্তির তলা থেকে এভাবে সুড়ঙ্গ করা হয় না । তাই কলকাতায় প্রথম মেট্রো হয় মাটির তলা থেকে ৷ তখনকার বাড়ি আজকের মত পাইলিং করে হয়নি । ইস্ট-ওয়েস্ট মেট্রো যখন কেন্দ্র অনুমোদন করে, তখন মূল লক্ষ্য ছিল শিয়ালদা ও হাওড়াকে যুক্ত করা । বলা হয়েছিল বউবাজার স্ট্রিটে মাটির তলা দিয়ে যাবে এই মেট্রো রুট । কিন্তু এখন এখানকার যিনি সাংসদ যিনি মাঝে মধ্যে বিজেপির ঘরে যাচ্ছেন তিনি সিআইটি রোডের দখল করা জমি ও নির্দিষ্ট কিছু পরিবার ও বাবস্যায়ী স্বার্থ রক্ষা করতে রুট ঘোরানোর কথা বলেন ৷"

পাশাপাশি মুখ্যমন্ত্রীকে তাঁর আক্রমণ, "আজ যিনি মুখ্যমন্ত্রী তিনি তখন রেলমন্ত্রী হয়ে বললেন এই প্রকল্প যদি রেলকে না-দেওয়া হয় তাহলে মেট্রোর একটা কাজও হবে না । তার ব্যাক্তি স্বার্থে এই প্রকল্প তিনি রেল দফতরে নেন । আবার নিজে যখন মুখ্যমন্ত্রী হলেন তখন দাবি করলেন এটা রেল নয় রাজ্য করবে । এই প্রকল্প সম্পূর্ণ রাজ্যের প্রকল্প । আগে ছিল কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে । তিনি বললেন এই রুটে নয়, বউবাজারের নীচে দিয়েই নিয়ে যেতে হবে । সুরেন্দ্রনাথ পার্ক বাণিজ্যিক কমপ্লেক্স করতে চায় রাজ্য সরকার । সিন্ডিকেট রাজের জন্য বউবাজারের মানুষকে ভুগতে হচ্ছে । কয়েক হাজার কোটি বাড়তি খরচ হচ্ছে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে । মুখ্যমন্ত্রী তুলির টান দিয়ে চোখ পারেন, কার্নিভাল করতে পারেন কিন্তু তিনি ইঞ্জিনিয়ার নন । তিনি ভূতত্ত্ববিদ নন । এর সব দায় মুখ্যমন্ত্রীর ।"

Last Updated : Oct 14, 2022, 9:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details