কলকাতা, 22 জানুয়ারি : কলকাতা পৌরনিগমের আধিকারিকদের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে মেয়র পদ ছাড়ার কথা বললেন ফিরহাদ হাকিম (Mayor of Kolkata Firhad Hakim gets angry and says will leave the chair) ৷ শনিবার টক-টু-মেয়র অনুষ্ঠানে এই কথা বলেন কলকাতার মহানাগরিক ৷
এদিন, টক-টু-মেয়র অনুষ্ঠানে বিটি রোডের বাসিন্দা জনৈক দিব্যেন্দুবাবু ফোন করে নিজের সমস্যা জানান । তাঁর অভিযোগ, "গত বছর দু'বার ফোন করেছিলাম এই সমস্যার জন্য । সাউথ সিটি রোড থেকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বরাবর নিকাশি নালা আটকে রয়েছে ৷ ফলে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে জল বেরোচ্ছে না । কিন্তু এখনও এই সমস্যার সমাধান হয়নি ৷ সিঁথির মোড় থেকে বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজি পর্যন্ত গোটা নিকাশি নালা বুজে রয়েছে । মশা মাছির উপদ্রব হচ্ছে ।" তৃতীয় বারের জন্য এই একই অভিযোগ শুনে আধিকারিকদের উপর বেজায় চটে যান ফিরহাদ হাকিম ।
অভিযোগকারীকে কিছু সময় ফোন ধরে রাখার অনুরোধ করেই ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিজি পিকে দুয়াকে মেয়র বলেন, "1 নম্বর বরো কি করছে? এটা ছোটখাটো ব্যাপার । বরো দেখে নেবে, তারপর জানাবে সুয়ারেজ এবং ড্রেনেজ ডিপার্টমেন্টকে । দুয়া সাহেব আপনি গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে আমাকে রিপোর্ট দিন । সব জায়গায় বলছে পলি তোলার কাজ হচ্ছে, কিন্তু কোথাও কিছু হচ্ছে না । "