পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Firhad Hakim Angry : দু‘বার ফোনেও সমস্যা তিমিরেই, আধিকারিকদের ভূমিকায় রেগে কাঁই ফিরহাদের মেয়র পদ ছাড়ার হুমকি

অভিযোগের পরেও সমস্যার সমাধান না হওয়ায় আধিকারকদের উপর রেগে আগুন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor of Kolkata firhad Hakim) ৷

Firhad Hakim Angry
মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ

By

Published : Jan 22, 2022, 5:54 PM IST

কলকাতা, 22 জানুয়ারি : কলকাতা পৌরনিগমের আধিকারিকদের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে মেয়র পদ ছাড়ার কথা বললেন ফিরহাদ হাকিম (Mayor of Kolkata Firhad Hakim gets angry and says will leave the chair) ৷ শনিবার টক-টু-মেয়র অনুষ্ঠানে এই কথা বলেন কলকাতার মহানাগরিক ৷

এদিন, টক-টু-মেয়র অনুষ্ঠানে বিটি রোডের বাসিন্দা জনৈক দিব্যেন্দুবাবু ফোন করে নিজের সমস্যা জানান । তাঁর অভিযোগ, "গত বছর দু'বার ফোন করেছিলাম এই সমস্যার জন্য । সাউথ সিটি রোড থেকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বরাবর নিকাশি নালা আটকে রয়েছে ৷ ফলে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে জল বেরোচ্ছে না । কিন্তু এখনও এই সমস্যার সমাধান হয়নি ৷ সিঁথির মোড় থেকে বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজি পর্যন্ত গোটা নিকাশি নালা বুজে রয়েছে । মশা মাছির উপদ্রব হচ্ছে ।" তৃতীয় বারের জন্য এই একই অভিযোগ শুনে আধিকারিকদের উপর বেজায় চটে যান ফিরহাদ হাকিম ।

অভিযোগকারীকে কিছু সময় ফোন ধরে রাখার অনুরোধ করেই ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিজি পিকে দুয়াকে মেয়র বলেন, "1 নম্বর বরো কি করছে? এটা ছোটখাটো ব্যাপার । বরো দেখে নেবে, তারপর জানাবে সুয়ারেজ এবং ড্রেনেজ ডিপার্টমেন্টকে । দুয়া সাহেব আপনি গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে আমাকে রিপোর্ট দিন । সব জায়গায় বলছে পলি তোলার কাজ হচ্ছে, কিন্তু কোথাও কিছু হচ্ছে না । "

আরও পড়ুন :‘ডায়মন্ডহারবার মডেল’ অনুসরণেই তিলোত্তমায় করোনা-যুদ্ধে সাফল্য, দাবি অতীনের

নিজের আপ্তসহায়ককেও ফিরহাদ এদিন বলেন, "এটা তুমি একা পারবে না একটা দফতর তৈরি কর ।" এরপরই ক্ষুব্ধ মেয়র বলেন,"এটা আমার জন্য খুব অসম্মানজনক, আমাকে ফোন‌ করার‌ পরও কর্পোরেশনে কাজ হল না ।‌ আমি কাজ করার জন্য এই পদে আছি, কাজ না হলে আমায় চেয়ার ছাড়তে হবে ৷ তুমি এইরকম ভাবে ক্যাজুয়ালি বিষয়টাকে নিতে পার না । তুমি একজন মেয়রের সঙ্গে কথা বলছ । বলে দিলাম আর হয়ে গেল এটা হতে পারে না । কাজ করতে হবে এবং নিয়মিত নজর রাখতে হবে । সুয়ারেজ অ্যান্ড ড্রেনেজ না করলে তার ডিজিকে পাল্টে দিতে হবে । বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷ আমার কাছে অভিযোগ আসার পরেও যদি কাজ না হয় তাহলে আমায় পদ ছাড়তে হবে ৷’’

এদিন অভিযোগকারীকে মেয়র আশ্বাস দিয়েছেন, সোম-মঙ্গলবারের মধ্যে বিষয়টি দেখে নিয়ে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details