পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bowbazar Metro Work : বউবাজারে ফাটল পরিদর্শনে মেয়র, বিশেষজ্ঞ কমিটি গঠন করে পুরো বিষয়টি দেখার আশ্বাস - Mayor Firhad Hakim inspects cracks in Bowbazar

বুধবার রাতে ফের বউবাজারে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয় (Fresh Cracks in Bowbazar Metro Zone) ৷ আজ সকাল থেকেই দফায় দফায় চলছে সেখানে পরিদর্শন ৷ মেয়র ফিরহাদ হাকিমও আসেন পরিদর্শনে ৷ জানান, বিশেষজ্ঞ কমিটি গঠন করে পুরো বিষয়টি দেখা হবে ৷

Bowbazar Metro Work News
বউবাজারে ফাটল পরিদর্শনে মেয়র

By

Published : May 12, 2022, 3:39 PM IST

কলকাতা, 12 মে : এদিন সকাল থেকেই দফায় দফায় বউবাজারের দুর্গা পিথুরি লেনে পরিদর্শনে যান মেট্রোর ইঞ্জিনিয়ার-সহ প্রশাসনিক কর্তারা । প্রায় আড়াই বছর পর ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ফের বউবাজারে বাড়িতে ও রাস্তায় ফাটল ধরেছে (Fresh Cracks in Bowbazar Metro Zone) ৷

জানা গিয়েছে, গতকাল রাত থেকে ঘটনাস্থলে গেছেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim inspects cracks in Bowbazar)। খবর আসার পর সকাল থেকে বিধায়ক তাপস রায় রয়েছেন ঘটনাস্থলে । তিনি এই অঞ্চলের বিধায়ক না হলেও, 2019 সালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য একের পর এক বাড়ি যখন ধসে পড়েছিল, তখন তাঁর মধ্যে পড়ে তাপস রায়ের বাড়িও । বিধায়কের বাড়িও সেই সময় ক্ষতিগ্রস্ত হয় ৷ বাড়ি ছাড়া হতে হয়েছিল তাঁকেও ৷

মেট্রোর কাজের জন্য বুধবার রাতে ফের বউবাজারে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয়

মেয়র ফিরহাদ হাকিম দুর্গা পিথুরি লেনে যে পাঁচ-ছ'টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে সেই বাড়িগুলি পরিদর্শন করেন । পৌরসভার তরফে কিভাবে সাহায্য করা যায়, সেই বিষয়গুলির সরজমিনে বুঝে নিতেই এই পরিদর্শন । পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন । ঘটনাস্থল পৌঁছেছেন পুলিশের জয়েন্ট সিপিও । কলকাতা পৌরসভার ডিজি (বিল্ডিং)-ও গিয়েছেন বউবাজারে ।

এই দুর্গা পিথুরি লেনে পাঁচ-ছ'টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে

ঘটনাস্থল পরিদর্শন করে ফিরহাদ হাকিম বলেন, "এই বাড়িগুলো বিপজ্জনক বাড়ি । পৌরসভার তরফে গত আড়াই বছর আগেই এখানে নোটিশ লাগিয়ে দিয়েছিলাম । আমরা কেএমআরসিএল (KMRCL)-এর সঙ্গে কথা বলেছি । আর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনিয়ারিং রিপোর্ট কেএমআরসিএল-এর পক্ষ থেকে পেয়ে যাব । সেই রিপোর্ট মুখ্যসচিবকে দেওয়া হবে এবং তারপরে সবার সঙ্গে যৌথভাবে একটি বৈঠক করা হবে । যাঁদের বাড়ি ছাড়তে হয়েছে তাঁদের কারও যাতে কোনও সমস্যা না হয় সেই বিষয়টাও দেখা হবে ।"

পৌরসভার তরফে আড়াই বছর আগেই এই বাড়িগুলি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল

আরও পড়ুন : Cracks Again in Bowbazar : ফিরল 2019-এর বিভীষিকা, মেট্রোর কাজে বউবাজারের বহু বাড়িতে ফাটল

তিনি আরও জানান, ডিজি (বিল্ডিং)-এর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে । রিপোর্ট হাতে পেলেই কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে । এই বাড়িগুলি ছাড়া আরও কোন কোন বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে, তাও দেখা হবে । ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর বিশ্বরূপ দে, কেএমআরসিএল-র ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা । মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী । স্থানীয় মানুষদের সতর্ক হতে সারা এলাকাজুড়ে চলছে মাইকিং।

এলাকায় গিয়ে মেয়র ফিরহাদ হাকিম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন

ABOUT THE AUTHOR

...view details