কলকাতা, 4 মে:ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও পরবর্তীকালে হাসপাতালে তার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চান না মৃতার বাবা (Maynaguri molestation case)৷ হাইকোর্টে গিয়ে সে কথা জানিয়েছেন তিনি ৷ এই ঘটনায় সাক্ষী এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা করার জন্য ডিজি ও আইজিপি-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । যাতে নতুন করে এঁদের উপর কোনও হুমকি না আসে, সেটা সুনিশ্চিত করতে বলা হয়েছে ৷
কোনও ভাবে নিরাপত্তায় গাফিলতি হচ্ছে কি না, তা খতিয়ে দেখে আদালতকে জানানোর জন্য মামলাকারীকে নির্দেশ দিয়েছে আদালত । মামলাকারীর আইনজীবীর দাবি, মামলার তদন্তে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রাক্তন বিচারপতি বা পুলিশ অফিসারের নাম প্রস্তাব করতে পারেন আদালতকে । আদালত পরে তা বিবেচনা করে দেখবে ।
মৃতার বাবা আজ আদালতে হাজির হয়ে জানান তিনি সিবিআই তদন্ত চাইছেন না । তাঁর তরফে আইনজীবী কিশোর দত্ত জানান, পরিবারের লোকই বলছেন তাঁরা সিবিআই তদন্ত চাইছেন না । এ ব্যাপারে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মধ্যাহ্নভোজের বিরতির সময় কথা বলেন মৃত মেয়েটির বাবার সঙ্গে । সেখানে মৃতার বাবা বলেন, দোষী শাস্তি পাক সেটাই তিনি চান । সিবিআই কী সেটা তিনি জানেন না । পুলিশ তদন্ত করছে । দোষীদের গ্রেফতার করেছে ৷ তাহলে আর সিবিআই তদন্তের কী প্রয়োজন ? দোষীর শাস্তি হলেই হল । তিনি আরও জানান, অভিযুক্তের ভাই শাসক দলের সদস্য । মামলাকারী পল্লবী চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী সুস্মিতা সাহা দত্তর অভিযোগ, "পুলিশের সিজার লিস্টে পরিবারের দুজনকে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে ।"