কলকাতা, 1 মে:মে দিবসে (May Day 2022) সব কর্মীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes on Labour Day)৷ কর্মী ভাই-বোনেদের জন্য তিনি গর্বিত ৷ টুইটে এ কথাই লিখেছেন তৃণমূল নেত্রী ৷
আজ আন্তর্জাতিক শ্রমদিবস ৷ এই বিশেষ দিনে টুইট (Mamata Banerjee tweets on May Day) করে সব কর্মীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes on International Labour Day2022)৷ টুইটে তিনি লেখেন, "আন্তর্জাতিক কর্মী দিবসে আন্তরিক শুভেচ্ছা ৷ বাংলায়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কর্মরত ভাই, বোন ও সাথীদের জন্য আমরা গর্বিত ৷ আপনাদের সবাইকে ও আপনাদের পরিবারের উদ্দেশে কৃতজ্ঞতার সঙ্গে শুভেচ্ছা জানাই ৷"