পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee wishes on Labour Day: আপনাদের জন্য গর্বিত, শ্রমদিবসে বিশ্বব্যাপী কর্মীদের কুর্নিশ মমতার - আন্তর্জাতিক শ্রমদিবস 2022

কর্মী ভাই, বোন ও সাথীদের জন্য আমরা গর্বিত ৷ আন্তর্জাতিক শ্রমদিবসে (May Day 2022) বিশ্বব্যাপী সব কর্মীকে শুভেচ্ছা জানিয়ে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes on International Labour Day2022)৷

May Day 2022: Mamata Banerjee wishes all the workers on International Labour Day
আপনাদের জন্য গর্বিত, শ্রমদিবসে বিশ্বব্যাপী কর্মীদের কুর্নিশ মমতার

By

Published : May 1, 2022, 12:05 PM IST

কলকাতা, 1 মে:মে দিবসে (May Day 2022) সব কর্মীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes on Labour Day)৷ কর্মী ভাই-বোনেদের জন্য তিনি গর্বিত ৷ টুইটে এ কথাই লিখেছেন তৃণমূল নেত্রী ৷

আজ আন্তর্জাতিক শ্রমদিবস ৷ এই বিশেষ দিনে টুইট (Mamata Banerjee tweets on May Day) করে সব কর্মীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes on International Labour Day2022)৷ টুইটে তিনি লেখেন, "আন্তর্জাতিক কর্মী দিবসে আন্তরিক শুভেচ্ছা ৷ বাংলায়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কর্মরত ভাই, বোন ও সাথীদের জন্য আমরা গর্বিত ৷ আপনাদের সবাইকে ও আপনাদের পরিবারের উদ্দেশে কৃতজ্ঞতার সঙ্গে শুভেচ্ছা জানাই ৷"

প্রতি বছর 1 মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমদিবস ৷ বিভিন্ন ক্ষেত্রে মেহনতি কর্মী ও শ্রমিকদের সম্মান জানাতেই এই বিশেষ দিন ৷ এটাই তাঁদের অধিকারগুলিকে আরও বলিষ্ঠ রূপে বুঝে নেওয়ার দিন ৷ 80টিরও বেশি দেশে এই দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয় ৷ ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে, চেন্নাইতে ৷ উদ্যোক্তা ছিল দ্য লেবার কিষান পার্টি অফ হিন্দুস্থান ৷

আরও পড়ুন: মে দিবসে ছুটি নয়, কাজ চাইছেন মালদার শ্রমিকরা

ABOUT THE AUTHOR

...view details