কলকাতা, 13 মার্চ : শেষদিনে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা করলেন তৃণমূল কংগ্রেসের দুই মহিলা প্রার্থী । মৌসম বেনজির নূর এবং অর্পিতা ঘোষ । দুপুরে বিধানসভার সচিবের কাছে মনোনয়নপত্র দাখিল করলেন তারা । রাজ্যসভার জন্য মনোনয়ন জমা করতে পেরে আপ্লুত দু'জনেই ।
রাজ্যসভার জন্য মনোনয়ন দাখিল মৌসম-অর্পিতার - রাজ্যসভা
আজ বিধানসভার সচিবের কাছে মনোনয়নপত্র দাখিল করলেন মৌসম ও অর্পিতা । বুধবার মনোনয়নপত্র পেশ করেছিলেন তৃণমূলের অন্য দুই প্রার্থী সুব্রত বক্সি ও দীনেশ ত্রিবেদী ।
2019 এর লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ । উত্তর মালদা কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর । রাজ্যসভা নির্বাচনে দলের এই দুই পরাজিত মহিলা প্রার্থীকে রাজ্যসভায় প্রার্থী পদ দিল তৃণমূল । আজ বিধানসভার সচিবের কাছে মনোনয়নপত্র দাখিল করলেন মৌসম ও অর্পিতা । বুধবার মনোনয়নপত্র পেশ করেছিলেন তৃণমূলের অন্য দুই প্রার্থী সুব্রত বক্সী ও দীনেশ ত্রিবেদী ।
তৃণমূল কংগ্রেসের মোট চারজন প্রার্থী । মোট আসন সংখ্যার নিরিখে এই চার প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত । পঞ্চম আসনে নির্দল প্রার্থীকে সমর্থন দিচ্ছে তৃণমূল । তবে মনোনয়ন দাখিল করে খুশি মৌসম বেনজির নূর ও অর্পিতা ঘোষ । নিজের এলাকার উন্নয়নের ভাবনার সঙ্গে সঙ্গে রাজ্যসভায় বাংলার মানুষের কথা তুলে ধরবেন বলে আশ্বাস দিলেন তারা । লোকসভাতে তৃণমূলের মহিলা ব্রিগেড রয়েছে । এবারে রাজ্যসভাতেও দুই মহিলা প্রতিনিধিকে পাঠিয়ে মাস্টারস্ট্রোক দিল রাজ্যের শাসক দল ।