পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নাগরিকত্ব ইশুতে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি মমতার - mass voting on CAA and NRC issue by UN demand Mamata Banerjee

তৃণমূল নেত্রী বলেন, "নিরপেক্ষ রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোট হোক ৷ তাঁদের এই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করতে দেওয়া হোক ৷ রাষ্ট্রসংঘ, মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হোক ৷ "

mass voting on CAA and NRC issue by UN demand Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 20, 2019, 8:08 AM IST

কলকাতা, 20 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তিনদিন মিছিলের পর গতকাল রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভা থেকে গণভোটের দাবি তুললেন তৃণমূল নেত্রী ৷ BJP-কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, "CAA ও NRC-র উপর সারা দেশে একটা গণভোট হয়ে যাক ৷ নিরপেক্ষ রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোট হোক ৷ তাঁদের এই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করতে দেওয়া হোক ৷ রাষ্ট্রসংঘ, মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হোক ৷ "

তিনি আরও বলেন, "সেখানে তৃণমূলেরও থাকার দরকার নেই ৷ BJP-র থাকার দরকার নেই ৷ অন্য দলের থাকার দরকার নেই ৷ হিন্দু, মুসলমান, শিখ, ক্রিশ্চান কোনও কমিউনিটিরও থাকার দরকার নেই ৷ আমরা চাই তাঁরা একটা গণভোট সংগঠিত করুক ৷ আমরা দেখতে চাই দেশের ক'জন লোক মানছে, আর ক'জন মানছে না ৷ যদি না মানার সংখ্যা বেশি হয় তাহলে বলুন, পদত্যাগ করতে বাধ্য হবেন ৷ "

রানি রাসমোণি অ্যাভিনিউয়ের সভামঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC এর প্রতিবাদে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি তুললেন তৃণমূল সুপ্রিমো

নরেন্দ্র মোদি ও অমিত শাহকে তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, " আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না । সবকিছু হারিয়ে গেলে ফেরত পাওয়া যায় ৷ অস্তিত্ব হারিয়ে গেলে ফেরত পাওয়া যায় না ৷ এটা মাথায় রাখবেন ৷ "

ABOUT THE AUTHOR

...view details