কলকাতা, 28 সেপ্টেম্বর:পিতৃপক্ষের অবসান হয়ে শুরু দেবীপক্ষের । পুজোরও ঢাকে কাঠি পড়ে গিয়েছিল আগেই। এখন রীতিমতো ঠাকুর দেখছে কলকাতা । আর বাঙালির কাছে উৎসব আর পেটপুজো একই ব্যাপার । বেশ কয়েকটি সবজির দাম বৃদ্ধিই আছে, কমেনি । রুই, কাতলা মাছের দাম বৃদ্ধি পেয়েছে । তৃতীয়ায় বাজার যাওয়ার আগে জেনে নিন কী বলছে আজকের বাজারদর (Market Price in Kolkata) ৷
সবজি-
জ্যোতি আলু: 28 টাকা কিলো
চন্দ্রমুখী আলু: 40 টাকা কিলো
আদা: প্রতি কিলো 100 টাকা
রসুন: প্রতি কিলো 80 টাকা
পেঁয়াজ: প্রতি কিলো 24 টাকা
উচ্ছে: প্রতি কিলো 70 টাকা
কলা: প্রতি পিস 7-8 টাকা
বেগুন: 70 টাকা কিলো
পটল: প্রতি কিলো 35-40 টাকা
মাচা পটল: 80 টাকা
পাকা পটল: 100 টাকা কিলো
কুদরি: প্রতি কিলো 25 টাকা
গাঁটি কচু: প্ৰতি কিলো 30 টাকা
লালবিট: 30 টাকা কিলো
কাঁকরোল: প্রতি কিলো 40 টাকা
ঝিঙ্গে: প্রতি কিলো 50 টাকা
আরও পড়ুন:দশমীতে মাটির হাঁড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু খাসির মাংস
ঢ্যাঁড়স: প্রতি কিলো 50 টাকা
কুমড়ো: প্রতি কিলো 50 টাকা
লাউ: প্রতি পিস 30 টাকা
টমেটো: প্রতি কিলো 80 টাকা
পেঁপে: প্রতি কিলো 20 টাকা
চিচিঙ্গা: প্রতি কিলো 40 টাকা
ওল: প্রতি কিলো 45 টাকা
শসা: প্রতি কিলো 50 টাকা
বাঁধাকপি: প্রতি কিলো 50 টাকা
ফুলকপি: প্রতি কিলো 40 টাকা