পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Maoist in Indo-Bangla Border: ভারত-বাংলাদেশ সীমান্তে মাওবাদী সংগঠন, দায়িত্বে শীর্ষনেতা সব্যসাচী গোস্বামী - সব্যসাচী গোস্বামী

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মাওবাদী সংগঠন গড়ে উঠছে (Maoist Organisation Growing in Indo-Bangla Border Area) ৷ এমনই তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ ৷ আর এর দায়িত্ব দেওয়া হয়েছে বছর 56’র শীর্ষ মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামীকে ৷ মাওবাদীদের মধ্যে যিনি কিশোর নামে পরিচিত ৷

Maoist Organisation Growing in Indo-Bangla Border Area
Maoist Organisation Growing in Indo-Bangla Border Area

By

Published : Jun 20, 2022, 6:09 PM IST

কলকাতা, 20 জুন: ক্রমশ অবস্থান বদল করছে মাওবাদীরা ৷ গোয়েন্দা সূত্রে খবর, চাপের মুখে জঙ্গলমহল ছেড়ে এ বার ভারত-বাংলাদেশ সীমান্তে (Maoist in Indo-Bangla Border) নিজেদের ভিত মজবুত করতে চাইছে মাওবাদী সংগঠন ৷ এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ ৷

গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে জানা গিয়েছে সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর নামে এক মাওবাদীকে কেন্দ্রীয় কমিটিতে বিশেষ জায়গা দেওয়া হয়েছে ৷ যাঁর বাড়ি ব্যারাকপুর শিল্পাঞ্চলের আগরপাড়ায় ৷ তাঁকে ইতিমধ্যেই মাওবাদী শীর্ষ নেতৃত্বের তরফে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার মধ্যে একটি বিশেষ করিডর তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ যার ফলে মাওবাদীরা ভারত-বাংলাদেশ সীমান্তে নিজেদের নেটওয়ার্ক বৃদ্ধি করবে বলে অনুমান গোয়েন্দাদের (Maoist Organisation Growing in Indo-Bangla Border Area)৷

মাওবাদীরা যে ভিতরে ভিতরে নিজেদের সংগঠনে এক প্রকারের রদবদল করেছে তা জেনে রীতিমতো চিন্তিত রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷ ভবানী ভবন সূত্রের খবর, সম্প্রতি অসম থেকে মাওবাদীদের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে এনআইএ ৷ ফলে এই বিষয়ে এনআইএ-র সঙ্গে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর নিয়মিত যোগাযোগ রাখছে ৷ প্রয়োজন পড়লে অসম থেকে গ্রেফতার হওয়া ওই মাওবাদী শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷

তবে, যাকে নিয়ে কথা হচ্ছে, সেই সব্যসাচী গোস্বামী আদতে কে ? এনআইএ সূত্রে খবর, সব্যসাচী গোস্বামী উত্তর 24 পরগনার ব্যারাকপুরের আগরপাড়ার বাসিন্দা ৷ তাঁর বয়স 56 বছর ৷ ছাত্রজীবন থেকেই নকশাল আন্দোলনের সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলেন এই ব্যক্তি ৷ পরে নকশালদের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতা বারে সব্যসাচীর ৷ 2013 সালে প্রথম যাদবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে ৷ পরে জামিনে ছাড়া পেয়ে বেশ কিছুদিন বেপাত্তা হয়ে যান তিনি ৷

আরও পড়ুন :New Wing of STF : এসটিএফে এবার মাওবাদী দমন শাখা

এর পর 2018 সালে ফের একবার পশ্চিম মেদিনীপুর পুলিশের হাতে গ্রেফতার হন সব্যসাচী গোস্বামী ৷ পরে সেখান থেকেও জামিন পেয়ে ফের বেপাত্তা হয়ে যায় ৷ পরে অবশ্য অসম পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হন এই মাওবাদী নেতা ৷ বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন সব্যসাচী ৷ এনআইএ সব্যসাচী গোস্বামীর মাথার দাম 10 লক্ষ টাকা ধার্য করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details