কলকাতা, 20 জুন: ক্রমশ অবস্থান বদল করছে মাওবাদীরা ৷ গোয়েন্দা সূত্রে খবর, চাপের মুখে জঙ্গলমহল ছেড়ে এ বার ভারত-বাংলাদেশ সীমান্তে (Maoist in Indo-Bangla Border) নিজেদের ভিত মজবুত করতে চাইছে মাওবাদী সংগঠন ৷ এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ ৷
গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে জানা গিয়েছে সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর নামে এক মাওবাদীকে কেন্দ্রীয় কমিটিতে বিশেষ জায়গা দেওয়া হয়েছে ৷ যাঁর বাড়ি ব্যারাকপুর শিল্পাঞ্চলের আগরপাড়ায় ৷ তাঁকে ইতিমধ্যেই মাওবাদী শীর্ষ নেতৃত্বের তরফে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার মধ্যে একটি বিশেষ করিডর তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ যার ফলে মাওবাদীরা ভারত-বাংলাদেশ সীমান্তে নিজেদের নেটওয়ার্ক বৃদ্ধি করবে বলে অনুমান গোয়েন্দাদের (Maoist Organisation Growing in Indo-Bangla Border Area)৷
মাওবাদীরা যে ভিতরে ভিতরে নিজেদের সংগঠনে এক প্রকারের রদবদল করেছে তা জেনে রীতিমতো চিন্তিত রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷ ভবানী ভবন সূত্রের খবর, সম্প্রতি অসম থেকে মাওবাদীদের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে এনআইএ ৷ ফলে এই বিষয়ে এনআইএ-র সঙ্গে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর নিয়মিত যোগাযোগ রাখছে ৷ প্রয়োজন পড়লে অসম থেকে গ্রেফতার হওয়া ওই মাওবাদী শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷