কলকাতা, 9 এপ্রিল : একে অগ্নিমূল্য জ্বালানি ৷ এবার দোসর হল সম্প্রতি বর্ধিত টোল ট্যাক্স ৷ যার জেরে চরম সমস্যায় পড়েছেন ট্রাক ও লরির মালিকরা ৷ করোনা আবহে দীর্ঘদিন বহু ট্রাক ও লরি পথে নামতে পারেনি ৷ তাই মার খেয়েছে ব্যবসা ৷ পাশাপাশি, ডিজেলের দাম বাড়তে বাড়তে একশো পেরিয়েছে ৷ এর ফলে ব্যবসায় চরম ধাক্কা খাচ্ছে গণপরিহণ থেকে শুরু করে পণ্য পরিবহণ ৷ আর এরই মধ্যে 1 এপ্রিল থেকে কেন্দ্রের তরফে বাড়ানো হয়েছে টোল ট্যাক্স ৷
প্রতিবছরেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) টোল ট্যাক্সের হার সংশোধন করে ৷ তবে, এবার বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এক লাফে 65 টাকা টোল ট্যাক্স বাড়ানো হয়েছে (NHAI Increase Toll Tax) ৷ পাশাপাশি ব্যক্তিগত গাড়িগুলির ক্ষেত্রে বেড়েছে 10 টাকা ৷ 2022-23 অর্থবর্ষের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বাণিজ্যিক গাড়ির মালিক সকলে ৷ করোনাকালে দীর্ঘসময় ধরে কার্যত বন্ধ ছিল একাংশ বাণিজ্যিক পরিবহণের ব্যবসা ৷ এর ফলে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে মালিকপক্ষ। বহু মালিক অর্থের অভাবে বিমা-সহ সিএফ করাতে পারেননি বলে বসে গেছে বহু ট্রাক ও লরি (Many Goods Vehicles Stopped Due to Increased Toll Tax and Fuel Price Hike) ৷ সেই পরিস্থিতিতে সবেমাত্র আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছিল পণ্য পরিবহণ ব্যবসা ৷ তার মধ্যেই আবার বাড়ল টোল ট্যাক্স ৷
আরও পড়ুন : কোরোনা আবহে টোল ট্যাক্স সংগ্রহ স্থগিতের আর্জি ট্রাক মালিকদের