কলকাতা, 18 ফেব্রুয়ারি: 16,500 জন প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া ফের প্রশ্নের মুখে, কলকাতা হাইকোর্টে দায়ের হল একাধিক মামলা ।
রাজ্যের 16,500 জন শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া ফের প্রশ্নের মুখে, কলকাতা হাইকোর্টে দায়ের হল একাধিক মামলা । নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এবং নিয়ম না-মানার অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কয়েকশো চাকরিপ্রার্থী মামলা করেছেন বিচারপতিরা রাজর্ষি ভরদ্বাজের এজলাসে । অভিযোগ, মেধা তালিকা প্রকাশ না করেই নিয়োগ করার প্রক্রিয়া চলছে । সরস্বতী পূজা উপলক্ষে দুটি ছুটির দিনে প্রাথমিক শিক্ষা সংসদ সাতটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । যেখানে দেখা যাচ্ছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নিয়োগের এক একটি ধাপ শেষ করে ফেলেছেন নিয়োগকর্তারা । এমন বহু নমুনা আছে যেখানে নিয়োগে অস্বচ্ছতার উদাহরণ রয়েছে বলে দাবি আইনজীবিদের ।
হাইকোর্টে দায়ের একাধিক মামলা, শিক্ষক পদে নিয়োগ ফের প্রশ্নের মুখে - কলকাতা হাইকোর্ট
কয়েকশো চাকরিপ্রার্থী মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। তার ফলে 16,500 জন প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া ফের প্রশ্নের মুখে পড়েছে।
হাইকোর্টে দায়ের একাধিক মামলা, শিক্ষক পদে নিয়োগ ফের প্রশ্নের মুখে
আরও পড়ুন:মইদুলের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা হাইকোর্টে
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 সালের উত্তীর্ণদের মধ্যে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল ।