পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee Security: মমতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মন্ত্রীরা, সরছেন বিবেক সহায় - মমতা বন্দ্যোপাধ্য়ায়

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে বিবেক সহায়কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বদলে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে পীয়ূষ পান্ডে ও মনোজ ভার্মাকে ৷ এক্ষেত্রে ডিরেক্টর অফ সিকিউরিটি হচ্ছেন পীয়ূষ পান্ডে। ন্যাশনাল ডিরেক্টর সিকিউরিটির দায়িত্ব পাচ্ছেন মনোজ ভার্মা (Manoj Kumar Verma) ৷

Manoj Kumar Verma to take charge of Mamata Banerjee security
Mamata Banerjee Security: সরছেন বিবেক, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ব্য়ারাকপুরের সিপি

By

Published : Jul 6, 2022, 5:23 PM IST

Updated : Jul 6, 2022, 9:31 PM IST

কলকাতা, 6 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মন্ত্রীরা (Mamata Banerjee Security) ৷ মন্ত্রিসভার বৈঠকে বুধবার এই বিষয়ে আলোচনার পর জানা যায়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চলেছেন বিবেক সহায় ৷ তাঁর বদলে সেই দায়িত্ব পাচ্ছেন এডিজি কারেকশনাল সার্ভিস পীয়ূষ পান্ডে এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷

উল্লেখ্য, সম্প্রতি মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে লোহার রড নিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে ৷ প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্মী ও আধিকারিকদের ভূমিকা নিয়ে ৷ বাম, বিজেপি নির্বিশেষে বিরোধীরাও এ নিয়ে সরব হন ৷ ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্ত ব্যক্তিকে আগামী 11 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত ৷ ধৃতকে জেরা করে পুলিশকর্তারা জানতে চাইছেন, ঠিক কীভাবে এবং কেন ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন ৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার মন্ত্রিসভার বৈঠক উপলক্ষে রাজ্য প্রশাসনের শীর্ষ কার্যালয়ে এসে মিলিত হন বিভিন্ন দফতরের মন্ত্রীরা ৷ সেখানে শনিবারের ঘটনা নিয়ে আলোচনা হয় ৷ রাজ্যের মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ৷ সূত্রের দাবি, এই সংক্রান্ত আলোচনা চলাকালীন মুখ্যমন্ত্রী নিজেও জানান তিনি উদ্বিগ্ন ৷ এই বৈঠক শেষ হওয়ার পরই স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে বিবেক সহায়কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বদলে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে পীয়ূষ পান্ডে ও মনোজ ভার্মাকে ৷ এক্ষেত্রে ডিরেক্টর অফ সিকিউরিটি হচ্ছেন পীয়ূষ পান্ডে। ন্যাশনাল ডিরেক্টর সিকিউরিটির দায়িত্ব পাচ্ছেন মনোজ ভার্মা।

আরও পড়ুন: অর্জুন তৃণমূলে ফেরাতেই কি ব্য়ারাকপুর থেকে সরছেন মনোজ !

প্রসঙ্গত, মনোজ ভার্মা বরাবরই বর্তমান রাজ্য সরকারের 'গুড বুক'-এ থেকেছেন ৷ জঙ্গলমহলে মাওবাদী দমন থেকে শুরু করে অর্জুন সিং বিজেপি-তে থাকাকালীন ব্য়ারাকপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে মনোজের উপরেই ভরসা রেখেছিল রাজ্য প্রশাসন ৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রেও আরও একবার মনোজেই আস্থা রাখল নবান্ন ৷

এদিকে বিবেক সহায়ের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন পীয়ূষ পান্ডে, যিনি বর্তমানে এসসিআরবি-র পরিচালক এবং সংশোধনমূলক পরিষেবাগুলিতেও রয়েছেন । রাজ্য স্বরাষ্ট্র বিভাগ অলোক রাজোরিয়াকে বর্ধমান রেঞ্জের ডিআইজি এবং অমিত জাওয়ালগিকে পুলিশ কমিশনার চন্দননগর হিসাবে নিয়োগ করার পর কয়েকজন আইপিএস অফিসারকেও রদবদল করা হয়েছে ।

আরও পড়ুন:নবান্ন ও মুখ্যমন্ত্রীর বাড়িতে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

ডাঃ বিএল মীনাকে পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে । একইসঙ্গে বর্তমানে ব্যারাকপুরের জয়েন্ট কমিশনারের দায়িত্ব সামলাচ্ছিলেন অজয় কুমার ঠাকুর তিনি এখন থেকে পুলিশ কমিশনার হিসাবে ব্যারাকপুরের দায়িত্ব সামলাবেন ।

Last Updated : Jul 6, 2022, 9:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details