পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দিলীপ-মুকুলের সঙ্গে একান্তে বৈঠক মণিরুলের - পশ্চিবঙ্গ বিধানসভা নির্বাচন

বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে টেক্কা দিতে সবরকম প্রস্তুতি নেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ।

manirul islam met dilip and mukul for assembly election ২০২১
দিলীপ-মুকুলের সঙ্গে একান্তে বৈঠক মণিরুল ইসলামের

By

Published : Nov 8, 2020, 9:09 AM IST

কলকাতা, 8 নভেম্বর : BJP-র হেস্টিং অফিসে দিলীপ ঘোষ ও মুকুল রায়ের সঙ্গে বৈঠক করলেন মণিরুল ইসলাম । কয়েক মাস আগে BJP-তে যোগ দিয়েছিলেন তিনি । কিন্তু দলের ভিতরেই আপত্তি ওঠায় তাঁকে দলীয় কর্মসূচিতে আসতে নিষেধ করা হয় ।

BJP সূত্রে খবর, একটা সময় মণিরুল ইসলামকে দলে নেওয়া নিয়ে দল দুই ভাগে ভাগ হয়ে গেছিল । কেন তাঁকে দিল্লিতে যোগদান করানো হল ? এই নিয়ে প্রশ্ন ওঠে দলের অন্দরে । কিন্তু গতকালই তাঁকে দেখা যায় BJP অফিসে । গতকাল কার্যালয়ে বসে বিরিয়ানিও খান তিনি । বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে টেক্কা দিতে সবরকম প্রস্তুতি নেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ।

মণিরুল ইসলামের ছেলেকেও যুব মোর্চার বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে । BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "শুধু মণিরুল নন, BJP-র সমস্ত পুরানো কর্মকর্তা ও নিষ্ক্রিয় বিধায়কদের দল 2021-এর বিধানসভা নির্বাচনে কাজে লাগাবে ।"

ABOUT THE AUTHOR

...view details