কলকাতা, 26 জুলাই: এখনই হচ্ছে না মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Maniktala Assembly Bypoll)। এমনটাই জানা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে । আইনি জটিলতার জন্য পিছিয়ে যেতে পারে ওই কেন্দ্রের নির্বাচন ।
চলতি বছরের 20 ফেব্রুয়ারি মারা গিয়েছেন মানিকতলার বিধায়ক সাধন পান্ডে । তাই তাঁর মৃত্যুর পর ওই আসনে উপনির্বাচন করা প্রয়োজন । নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে সেই নির্বাচন করাতে হবে 6 মাস অর্থাৎ 20 অগস্টের মধ্যে । তবে আদালতে মামলা চলায় এই আসনে নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচন করানো সম্ভব নয় । ওই মামলার নিষ্পত্তি হলে তবেই করা যাবে নির্বাচন । এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে ।